Bharatpur Case ” মন হল, মেরে দিলাম”। মায়ের প্রাণ নিয়ে এমনই বলল ছেলে। গভীর রাতে ভয়ঙ্কর কান্ড মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার Bharatpur PS খয়রা গ্রামে। ঘরের ভেরত থেকে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ। ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে রবিবার গভীর রাতে ভরতপুরের খয়রা গ্রামে বাড়ির ভেরত থেকে উদ্ধার হয় মিনতি গোস্বামী নামে এক বৃদ্ধার রক্তাক্ত দেহ। ছেলে রঘুনাথ গোস্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে । স্থানীয়দের দাবি ছেলে রঘুনাথ গোস্বামীর সাথে মা মিনতি গোস্বামী ঐ বাড়িতে থাকতেন। রাতেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আটক করা হয়েছে অভিযুক্ত ছেলেকে।
Bharatpur Case কী বলছেন স্থানীয়রা ?
Bharatpur Case প্রতিবেশীরা এই ঘটনায় অবাক। রঘুনাথ গোস্বামীর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাড়ি নয়ন গোস্বামীর । তিনি সম্পর্কে রঘুনাথের কাকা । রাতে হঠাৎ ছাদ দিয়ে তাঁর বাড়িতে লাফ দেন ওই যুবক। দাবি করেন, তাঁকে কেউ মারতে এসেছে। গায়ে লেগেছিল রক্ত। এরপর ওই যুবকের কথা শুনে হাড় হিম হয়ে যায় সকলের। ওই যুবক বলে ওঠে, “মাকে মেরে ফেলেছি”। কেন এই কাজ করেছে ? প্রশ্নের উত্তরে বলে, ” মন হল, মেরে দিলাম”। বেগতিক বুঝে ছেলেকে ডাকেন নয়ন গোস্বামী ও তাঁর স্ত্রী । সেই সময় দরজা খুলে পালিয়ে যায় রঘুনাথ।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে পুলিশের পরীক্ষাতেও চুরি !
প্রতিবেশীরা রাতেই মহিলার বাড়ি গিয়ে দেখে ভয়ঙ্কর ছবি। খবর দেওয়া হয় প্রশাসনকে। প্রতিবেশীরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন রঘুনাথ। চিকিৎসা চলছি। কী কারনে এমন কাণ্ড ঘটাল ছেলে তার তদন্তে নেমেছে পুলিশ। ছেলের হাতে মায়ের চরম পরিণতিতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।










