কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে ভরত ঝাওর এবার বিজেপিতে

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ লোকসভা ভোটের আগে পালে হাওয়া জেলা বিজেপি’র। বেলডাঙা পৌরসভার প্রাক্তন তৃণমূল চেয়ারম্যান বর্তমান নির্দল কাউন্সিলর ভরত ঝাওর বৃহস্পতিবার দুপুরে বহরমপুর সাংগঠনিক বিজেপি জেলা কার্যালয়ে এসে হাতে তুলে নেন গেরুয়া পতাকা। বিজেপি’র সাংগঠনিক বহরমপুর জেলা সভাপতি শাখারভ সরকার বলেন, “এতো শুরু এর পরে জেলার দুই তৃণমূল বিধায়কও বিজেপিতে আসবে। শুধু সময়ের অপেক্ষা।” আগামীকাল বেলডাঙায় জনসভা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে ভরত ঝাওরের যোগদানে উৎসাহিত বিজেপি জেলা নেতৃত্ব।

উলেখ্য, বেলডাঙার চেয়ারম্যান ভরত ঝাওর কংগ্রেসের পুর বোর্ড নিয়ে ২০১৬ সালে যোগ দিয়েছিলেন তৃণমূলে। কার্যত তাঁর হাত ধরেই বেলডাঙ্গা পৌরসভা দখল করে তৃণমূল। ২০১০ সালে কংগ্রেসের কাউন্সিলার হন তিনি। ২০১৫ তেও ১৪ নম্বর ওয়ার্ডে জেতেন কংগ্রেস প্রার্থী হিসেবে। তারপরে ঠিকানা তৃণমূল। তবে গত বিধানসভা ভোটের সময় প্রার্থী নিয়ে তৃণমূলের সাথে দূরত্ব বাড়তে থাকে তৎকালীন বেলডাঙা পৌরসভার চেয়ারম্যান ভরত ঝাওরের। গত পৌরসভা ভোটে দলের টিকিট না পাওয়ায় ১৪ নম্বর ওয়ার্ড থেকে নির্দলের টিকিটে জয়ী হন ভরত ঝাওর। এবার তিনি যোগ দিলেন বিজেপিতে। বেলডাঙার মানুষের উন্নয়ন করতেই এই যোগদান বলে দাবি ভরত ঝাওরের। এদিন তিনি বলেন, মমতা ব্যানার্জির উপরে আস্থা নিয়ে তৃণমূলে গিয়েছিলাম। কিন্তু দল সেই আস্থা রাখতে পারেনি। এখন গোটা দেশের হাওয়া বিজেপি। বিজেপিই বিকল্প। তাই বিজেপি’তে এলাম।

যদিও এই যোগদান নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপুর্ব সরকার বলেন, “উনি তো অনেক আগেই বিজেপি হয়েছিলেন। শুধু গায়ে তৃণমূলের জামা চাপিয়ে রেখেছিল। আগে রাজ্য সরকারের ঠিকাদারী করত এখন কেন্দ্রের ঠিকাদারী করবে, ক্রিম খাবে। আমরা চাইব উনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হোক।”