Bhagwangola News বাংলাদেশি সন্দেহে মুম্বই পুলিশের হাতে গ্রেপ্তার। তারপর বিমানে করে বাগডোগরা হয়ে সীমান্তে পুশব্যাক— এমনই এক চাঞ্চল্যকর ঘটনার শিকার হয়েছিলেন মুর্শিদাবাদের ভগবানগোলা থানার হোসেননগর এলাকার পরিযায়ী শ্রমিক মেহেবুব শেখ। জানা গেছে, পেটের দায়ে মেহেবুব গিয়েছিলেন মুম্বই কাজ করতে। জুনের ৯ তারিখ মুম্বই পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে বলে অভিযোগ। ১৫ জুন, তাঁকে বিমানে করে বাগডোগরা নিয়ে আসা হয় এবং সেখান থেকে BSF এর মাধ্যমে বাংলাদেশ সীমান্তে জোর করে পুশব্যাক করা হয় বলে অভিযোগ। পরিবার ও এলাকার জনপ্রতিনিধিদের কাছে এই খবর আসে। গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবির আহমেদ পরিবার থেকে এই খবর পেয়ে তৎপর হন। শুরু হয় দৌড়ঝাঁপ — সাংসদ, বিধায়ক, এমনকি মুখ্যমন্ত্রীর দরবারে যায় বিষয়টি।
Bhagwangola News দীর্ঘ প্রশাসনিক ও আইনি প্রচেষ্টার পর অবশেষে মুর্শিদাবাদ পুলিশ জেলা পুলিশ সুপার ও অন্যান্য আধিকারিকদের হস্তক্ষেপে মেহেবুবকে ফিরিয়ে আনা সম্ভব হয়। ১৭ জুন দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ ভগবানগোলা থানায় তাঁকে ফিরিয়ে আনা হয়। সেখানে উপস্থিত ছিলেন ভগবানগোলা SDPO বিমান হালদার, CI মনোজ দাস, ভগবানগোলা থানার ওসি বিশ্বজিৎ হালদার সহ অন্যান্য আধিকারিক ও স্থানীয় পঞ্চায়েত প্রধান। ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয় এবং পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ভগবানগোলা SDPO বিমান হালদার জানান, বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয় মুম্বইয়ে। পুশ ব্যাক করা হয় বাংলাদেশে। মুর্শিদাবাদ পুলিশ জেলা প্রশাসনের তৎপরতায় বিএসএফ এবং বিজিবির- ফ্ল্যাগ মার্চের পর ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।