এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Bhagwangola BLO ভগবানগোলায় TMC নেতার বাড়ি থেকে SIR ফর্ম বিলি বিএলওর !

Published on: November 5, 2025
Bhagwangola BLO

Bhagwangola BLO ভগবানগোলায় তৃণমূল নেতার বাড়ি থেকে ফর্ম বিলি বিএলওর ! এমন ঘটনায় সামনে এসেছে মুর্শিদাবাদের ভগবানগোলায়। এদিন সকালে দেখা যায়, ভগবানগোলার মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের ৭০ নম্বর বুথের বিএলও সোহেল হোসেন  স্থানীয় তৃণমূল নেতা TMC  মণিরুল ইসলামের র বাড়িতে বসে এসআইআর-এর এনুমারেশন ফর্ম বিলি করছেন। ভাইরাল হয়েছে সেই ভিডিও।

আরও পড়ুনঃ Kandi SIR এসআইআর আতঙ্কে বিষ কান্দিতে ! তৃণমূল বনাম বিজেপি

Bhagwangola BLO কী অভিযোগ ?

জানা গিয়েছে, যে বাড়িতে বসে ফর্ম বিলি হচ্ছিল সেটা তৃণমূলের বিএলএ এবং তৃণমূল কংগ্রেস দলের ওই বুথের সভাপতি মণিরুল ইসলামের বাড়ি।  ঘটনায় সরব বিরোধীরা। এদিন ভগবানগোলা বিধানসভার ভগবানগোলা ১ নম্বর ব্লকের, মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের ৭০ নম্বর বুথের বিএলও সোহেল হোসেন অভিযোগের কথা কার্যত স্বীকার করেছেন। সিপিআই(এম) নেতা কামাল হোসেন জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ করা  হবে। 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now