Bhagwangola BLO ভগবানগোলায় তৃণমূল নেতার বাড়ি থেকে ফর্ম বিলি বিএলওর ! এমন ঘটনায় সামনে এসেছে মুর্শিদাবাদের ভগবানগোলায়। এদিন সকালে দেখা যায়, ভগবানগোলার মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের ৭০ নম্বর বুথের বিএলও সোহেল হোসেন স্থানীয় তৃণমূল নেতা TMC মণিরুল ইসলামের র বাড়িতে বসে এসআইআর-এর এনুমারেশন ফর্ম বিলি করছেন। ভাইরাল হয়েছে সেই ভিডিও।
আরও পড়ুনঃ Kandi SIR এসআইআর আতঙ্কে বিষ কান্দিতে ! তৃণমূল বনাম বিজেপি
Bhagwangola BLO কী অভিযোগ ?
জানা গিয়েছে, যে বাড়িতে বসে ফর্ম বিলি হচ্ছিল সেটা তৃণমূলের বিএলএ এবং তৃণমূল কংগ্রেস দলের ওই বুথের সভাপতি মণিরুল ইসলামের বাড়ি। ঘটনায় সরব বিরোধীরা। এদিন ভগবানগোলা বিধানসভার ভগবানগোলা ১ নম্বর ব্লকের, মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েতের ৭০ নম্বর বুথের বিএলও সোহেল হোসেন অভিযোগের কথা কার্যত স্বীকার করেছেন। সিপিআই(এম) নেতা কামাল হোসেন জানিয়েছেন, এই বিষয়টি নিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ করা হবে।















