Bhagawangola News দুপক্ষের বিবাদে তুলকালাম কাণ্ড ভগবানগোলায়

Published By: Imagine Desk | Published On:

Bhagawangola News জায়গা দখলের অভিযোগে তুলকালাম কান্ড  মুর্শিদাবাদের  ভগবানগোলায়। স্থানীয় ক্লাব সদস্য ও বাড়ির মালিকের পক্ষে স্থানীয়দের একাংশের মধ্যে বিবাদ চরমে। বচসা থেকে হাতাহাতি, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বৃহস্পতিবার দুপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০০ সালে বন্যার সময় এই বাঁধপুল থেকে স্থানীয়দের সরিয়ে দেয় সেচ দপ্তর ও রাজ্য সরকার। তারপর থেকেই ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে বাঁধপুল। সম্প্রতি একটি ক্লাব সেই ফাঁকা জায়গায় শৌচালয় নির্মাণের পরিকল্পনা করে। বৃহস্পতিবার সকালে এই নিয়েই বিবাদ বাঁধে ক্লাব কতৃপক্ষের সাথে স্থানীয়দের। এতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভগবানগোলা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

Bhagawangola News স্থানীয় এক বাসিন্দা বাদশা সেখের অভিযোগ,  ‘ যে সরকারি জায়গায় ক্লাব আছে, সেই জায়গার কিছুটা ক্লাবের লোক বিক্রি করে দিয়েছে।  তখন ভাবা উচিৎ ছিল ক্লাবে শৌচাগার লাগবে। জায়গাটা বিক্রি করল কেন? ক্লাব থেকে হাজার ফুট দূরে এসে বাঁধপুলের উপর শৌচাগার করছে। ক্লাবের শৌচাগার ক্লাবে না হয়ে কেন বাঁধপুলে হবে?’ যায় জায়গা সে শৌচাগার করতে দেবে না। এই নিয়েই বিবাদ চরমে ওঠে।

Bhagawangola News স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ শৌচাগার নির্মাণের নামে বাঁধপুলের জায়গা দখলের চেষ্টায় ক্লাব।  স্থানীয় বাসিন্দা শামিম সরকার বলেন, ‘দীর্ঘ ১৫-২০ বছর ধরে বাঁধপুল ফাঁকা আছে। কিছুজন আছেন যারা জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা করছেন। বিরোধিতা করায় ঝামেলার সৃষ্টি হয়। সেচ দপ্তরের অধীনে বাঁধপুলের জায়গা ফাঁকা থাক সবার সুবিধার্তে, এটাই দাবী।’