Bhagawangola News প্রতিদিন রাত ন’টার মধ্যে বাড়ি ফেরে ছেলে। কিন্তু ফেরেনি বুধবার! সময় পার হয়, চিন্তা গ্রাস করে পরিবারকে। শুরু হয় খোঁজাখুঁজি। আর তাতেই সামনে আসে ঘটনা। মাথায় হাত পরিবারের। রাত ১টা নাগাদ দেখা যায় নিজের বাড়ির পিছনেই পড়ে আছে তরতাজা যুবকের দেহ! ঘটনাকে ঘিরে তোলপাড় মুর্শিদাবাদের ভগবানগোলার মুমতাজনগর। বাড়ির পিছন থেকে উদ্ধার হয় মনিরুল সেখ নামে যুবকের দেহ। কেন এই পরিণতি? কী ঘটেছিল যুবকের সাথে? এইসব প্রশ্নেরই উত্তর খুঁজছেন মৃতের মা ও স্ত্রী।
Bhagawangola News পরিবারের কী দাবী?
Bhagawangola News মৃতার মা সূর্য জাহান বিবি বলেন, ‘ গতকাল সন্ধ্যায় বাড়ি ফেরেনি ছেলে। গভীর রাত্রে বাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। দেহে আঘাতের চিহ্ন রয়েছে। ‘মৃতের স্ত্রী রেশমা বিবি বলেন, ‘ সন্ধেয় ফোন করে বলে বাড়ি আসার কথা। কিন্তু রাত ১১ টা থেকে আর ফোনে পাওয়া যায়নি। ‘
Bhagawangola News মৃত্যুর নেপথ্যে কী?
Bhagawangola News ঠিক কী ঘটেছিল মনিরুলের সাথে? ঘটনার খবর দেওয়া হয় ভগবানগোলা থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার ঘিরে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। মৃত্যুর পেছেন কারণ কী? আত্মহত্যা নাকি খুন? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।