Bhagawangola BSF পড়ুয়াদের উপহার, সিভিক অ্যাকশন প্রোগ্রামে জনসংযোগ BSF এর

Published By: Imagine Desk | Published On:

Bhagawangola BSF  শুধু সীমান্ত সুরক্ষায় নয়, তার সাথে সীমান্তের ছাত্র ছাত্রী ও বাসিন্দাদের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করতে এগিয়ে এলেন বিএসএফ জওয়ানেরা। শুক্রবার বিএসএফের ১৪৯ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে ভগবানগোলা ২ নম্বর ব্লকে ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী নির্মলচর জুনিয়ন হাইস্কুলে সিভিক অ্যাকশন পোগ্রামের আয়োজন করা হল বিএসএফের পক্ষ থেকে। স্কুলের ছাত্র ছাত্রীদের পাশাপাশি অভিভাবকেরাও অংশ নিয়েছিলেন অনুষ্ঠানে। সীমান্ত এলাকার ছাত্র ছাত্রীরা কীভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং দেশের সেবায় নিয়েজিত হতে পারে তা নিয়ে আলোচনায় সচেতনতার বার্তা ও বিশেষ উপদেশ দিলেন বিএসএফ আধিকারিকেরা। এদিন ছাত্র ছাত্রীদের হাতে বিএসএফের পক্ষ থেকে তুলে দেওয়া হল ক্রিকেট ব্যাট, ফুটবল, ভলিবল, ক্যারাম সহ খেলাধুলোর সরঞ্জামও। বিএসএফের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রাও।