Bhagawangola চাষের জমিতে উদ্ধার এ কী? উৎকণ্ঠায় স্থানীয়রা

Published By: Imagine Desk | Published On:

Bhagawangola শনিবার ভরদুপুরে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদেভগবানগোলায়। এদিন দুপুরে ভগবানগোলার কান্তনগর এলাকায় উদ্ধার হয় বোমা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে এক ব্যক্তি কৃষি জমিতে কাজ করতে গিয়ে জমির পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। কাছে যেতেই দেখতে পান ব্যাগে রয়েছে বোমা! খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভগবানগোলা থানার পুলিশ। এরপরেই জমি ঘিরে রাখা হয়। জারি হয় নিষেধাজ্ঞা। পাহাড়ায় থাকে পুলিশ কর্মীরা। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে Bomb Disposal Squad। উদ্ধার হওয়া বোমাগুলি ফাঁকা জমিতে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। 

Bhagawangola বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়রা বাসিন্দারা এই ঘটনায় উৎকণ্ঠায়। চাষবাসের কাজে গিয়ে বিপদের শঙ্কা গ্রামবাসীদের মনে। স্থানীয়রা চান এলাকায় কোনরকম অশান্তির বাতাবরণ যেন সৃষ্টি না হয়, নিরাপদে থাকার দাবি। পাশাপাশ জমির মধ্যে কে বা কারা কী উদ্দ্যেশ্যে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে ভগবানগোলা থানার পুলিশ।