Bhagabangola News ভগবানগোলায় দেহ উদ্ধারে পুলিশ ঘিরে বিক্ষোভ !

Published By: Imagine Desk | Published On:

Bhagabangola News নিখোঁজ ব্যক্তির ক্ষতবিক্ষত  দেহ উদ্ধার ঘিরে  উত্তেজনা ভগবানগোলার বড়বড়িয়া এলাকায় । পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের।  বিধায়ককেও ঘিরেও বিক্ষোভ । জানা গিয়েছে এলাকারই বাসিন্দা শিতেন ঘোষ নামে এক ব্যক্তি বুধবার থেকে  নিখোঁজ ছিল। এদিন ভগবানগোলা থানায় Bhagwangola PS এসে বিক্ষোভ দেখান গ্রামের মানুষ।    শনিবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে জমির মধ্য থেকে উদ্ধার হয় নিখোঁজের দেহ। দেহ উদ্ধারে গেলে ভগবানগোলা থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা  ।  ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার Reyat Hossain Sarkar  ঘটনাস্থলে গেলে তাকে ঘিরেও চলে বিক্ষোভ। অবশেষে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Bhagabangola News জানা গিয়েছে, বুধবার থেকে নিখোঁজ  ছিল শিতেন ঘোষ  নামের  ওই ব্যক্তি।  শুক্রবার ভগবানগোলা থানায় দায়ের হয় অভিযোগ। শনিবার মাঠ থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত মরদেহ।  মূল অভিযুক্ত সচীন ঘোষ সহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে ভগবানগোলা থানার পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।