Bhagabangola MLA কাল জট কাটবে রেয়াত হোসেনের শপথের ?

Published By: Madhyabanga News | Published On:

Bhagabangola MLA   ভোটে জিতেছেন ৪ জুন। জুলাই মাসের ৪ তারিখ হয়ে গেলেও এখনও নিতে পারেন নি শপথ। এই অবস্থায় ভগবানগোলা থেকে বিধানসভা উপনির্বাচনে  নির্বাচিত রেয়াত হোসেন সরকার Reyat Hossain Sarkar এবং বরানগর থেকে নির্বাচিত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় Sayantika Banerjee । তবে বিধানসভা সূত্রে খবর, কাল কাটতে পারে জট। তারপর  শপথ নিতে পারেন দুই বিধায়ক।

কিন্তু রাজ্যপাল ছাড়া Bhagabangola MLA   হিসেবে শপথ কীভাবে ? সেই সমাধানই খুঁজছে তৃণমূল ?

 

তৃণমূল সূত্রে খবর, পথ খুঁজতেই শুক্রবার বিধানসভায় বিশেষ অধিবেশন। কালই হতে পারে শপথও।বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বিধানসভার  স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘শুক্রবারের অধিবেশন ভেরি ভেরি স্পেশাল।” তবে কী শপথ নেমেন রেয়াত, সায়ন্তিকা ? এদিন যদিও এই প্রশ্নের  সরাসরি কোনও জবাব দেননি স্পিকার । তবে  তিনি বলেছেন, ‘‘শুক্রবার সবটা দেখা যাবে।” শুক্রবার  অধিবেশন শুরুর আগে বেলা ১২টা থেকে বিধানসভার বিজ়নেস অ্যাডভাইজ়ারি কমিটির বৈঠক হবে।

Bhagabangola MLA    বিধানসভা সূত্রে খবর, শুক্রবারই সায়ন্তিকা, রেয়াতের  শপথ নিয়ে তৈরী হওয়া জট কাটতে পারে।  আইনি পরামর্শ নিয়ে বিধানসভা জেনেছে, রাজ্যপালের হাতে বিধায়কদের শপথগ্রহণের চাবিকাঠি থাকলেও ‘বিশেষ অধিবেশন’ ডেকে উপনির্বাচনে জয়ীদের শপথগ্রহণ করানো যায় । শুক্রবার শেষ পর্যন্ত রাজ্যপালকে বাদ রেখে বিধায়ক হিসাবে সায়ন্তিকাদের শপথগ্রহণ হলে তা ভারতের সংসদীয় রাজনীতিতে ‘নজিরবিহীন’ ঘটনা হবে বলে দাবি রাজনৈতিক মহলে।