Bhagabangola incident জুয়া খেলার প্রতিবাদ করায় আক্রান্ত যুবক! চাঞ্চল্য ভগবানগোলায়

Published By: Imagine Desk | Published On:

Bhagabangola incident কালী পুজোর মাঝে জুয়া খেলার প্রতিবাদ করার মাশুল দিতে হল এভাবে? অভিযোগ, এলাকার তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হতে হয় প্রতিবাদী এক যুবককে। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার দাদাও। আহত ওই যুবকের নাম ডালিম শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ভগবানগোলার পুরাতন কাশিয়াডাঙ্গায় রাস্তার পাশে প্রকাশ্যে চলছিল জুয়া খেলা। সেই সময় বিলের মাছ দেখে বাড়ি ফিরছিলেন ডালিম শেখ। তাঁর দাবি, জুয়া খেলার প্রতিবাদ করেন তিনি। অভিযোগ, এরপরেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় ওই যুবককে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই যুবককে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রতিবাদীর আক্রান্ত হওয়ার ঘটনায় অভিযোগ, দুষ্কৃতীরা ভগবানগোলার সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সরাসরি অস্বীকার করা হয়েছে। তৃণমূলের পাল্টা অভিযোগ এবং দাবি ভাগ বাটোয়ারা নিয়ে দু পক্ষের গন্ডগোলে এমন ঘটনা ঘটেছে। ভগবানগোলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আহসানুর রহমান জানান, ‘ সমস্ত মানুষ আজ তৃণমূল মুখী। কে কোথায় জুয়া খেলছে, মস্তানি করছে সেটা দলকে বলে করে? আজকে একটা ঘটনা তাঁদের নিজেদের ভাগ বাটোয়ারা নিয়ে গণ্ডগোল হয়েছে, নিজেদের মধ্যে মারামারি। আজকে তৃণমূলকে ব্যবহার করে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের বাঁচানোর চেষ্টা করছে মাত্র।’

Bhagabangola incident প্রতিবাদ করতে গেলে কি এভাবে তার মাশুল গুনতে হবে? প্রশ্নের মুখে নাগরিক নিরাপত্তা। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। অভিযোগের আঙুল কাদের দিকে? কংগ্রেস এই ঘটনায় দুষছে তৃণমূলকেই। শনিবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী উগড়ে দেন ক্ষোভ। বলেন, ‘ পশ্চিমবঙ্গে আর তো কিছু নেই, মদ আছে জুয়া আছে। দিদি মদ প্রোমোট করে জুয়া প্রোমোট করে।’ অধীরের অভিযোগ, শিল্প, বানিজ্য থেকে রাজস্য আদায় হয় না, পশ্চিমবঙ্গ সরকার মদ বেঁচে, লটারি বেঁচে সবচেয়ে বেশি রাজস্য আদায় করছে।’

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।