Bhabanipur: মমতাকে ভোট কংগ্রেসের ? দিল্লির বার্তা বুঝুন , কর্মীদের অধীর

Published By: Madhyabanga News | Published On:

ভবানীপুর কেন্দ্রে কার্যত মমতা ব্যানার্জির হয়েই ভোট দিয়ে চলেছেন কংগ্রেস কর্মীরা। এই কেন্দ্রে মমতার বিরোধিতা করবে না কংগ্রেস। বুধবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, “ আমাদের সর্বভারতীয় নেতৃত্ব যখন বলছেন আমরা ক্যান্ডিডেট দেবো না , আমরা ওখানে প্রচারও করবে না” ।
কংগ্রেস কর্মীরা ভোট দেবেন কাকে , সেই প্রশ্নের উত্তর এদিন দেননি অধী। অধীরের বলেন, “ কংগ্রেস সমর্থকরাও জানে পার্টি কী বলতে চাইছে , আমি কেন বারবার বলব” ।
অধীর বলেন, “ সাধারণ কর্মী সমর্থকদের দিল্লির বার্তা বোঝা উচিত, তারা সেইমতো করবে”।
রাজনৈতিক সূত্রের দাবি, কংগ্রেসের দিল্লির বার্তা মমতার পক্ষে থাকারই। সেই কারণেই মমতার বিরুদ্ধে ভবানীপুরে লড়বে না কংগ্রেস। ভবানীপুর না লড়ে সর্বভারতীয় জোট নিয়ে মমতাকে বার্তা দিতে চাইছে কংগ্রেস।
‘সংযুক্ত মোর্চা’র উল্লেখ না করে এই কেন্দ্রে একাই প্রার্থী দিয়েছে বামফ্রন্ট। সামসেরগঞ্জে কংগ্রেসে প্রার্থী ব্যক্তিগত কারণ দেখিয়ে না লড়ায় ৩০ সেপ্টেম্বরের নির্বাচনে কোন কেন্দ্রেই লড়ছে না কংগ্রস।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে রাজনৈতিক কৌশল ঠিক করতে চাইছে কংগ্রেস।