মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বাঁধাকপির পায়েস থেকে কুমড়োর হালুয়া। মটন হান্ডি থেকে ঘরোয়া পিৎজা। দেখা মিলল মুর্শিদাবাদ ফুড ফেস্টিভালে। ফেস্টিভালের দ্বিতীয় দিনের দুপুরে শুরু হল জেলার সেরা রাঁধুনির প্রতিযোগিতা। দুপুর থেকে নানা রকমের পদ নিজের হাতে বানিয়ে নিয়ে বিচারকদের টেস্ট করাচ্ছেন প্রতিযোগীরা।
এই কুকিং কন্টেস্টে বিচারক হিসাবে খাবার চেখে দেখছেন সেফ সুমন কল্যাণ ঘোষ, শহরের বিলাসবহুল হোটেলে সেফ অনুপ কুমার দাস ও সেফ অমর নাথ সাহু। তাঁরা জানাচ্ছেন প্রতিযোগীরা সকলে নিজেদের শিল্পকলা দিয়ে খাবার বানিয়ে তা পরিবেশন করছেন। আগের বছরের তুলনায় এবছর কম্পিটিশন আরও বেশি।
মুর্শিদাবাদ ফুড ফেস্টিভালে প্রতিবছরের মতো এবারও হচ্ছে কুকিং কন্টেস্ট। যা গত বছরেও খুব সারা ফেলেছিল। এবারেও উচ্ছ্বসিত অংশগ্রহণকারী প্রতিযোগীরা। আগামীকাল হবে লাইভ কুকিং কন্টেস্ট।