BerhamporePujo: একুশ শিল্পীর একুশ প্রতিমা এক মণ্ডপেঃ লোয়ার কাদাই

Published By: Madhyabanga News | Published On:

পঞ্চমীতেই উদ্বোধন হয়ে গিয়েছে শহরের বেশিরভাগ পুজোর | কোভিড বিধি মেনেই বেশিরভাগ মণ্ডপ তৈরী হয়েছে | তবে পঞ্চমী থেকেই কিন্তু উপচে পড়ছে মানুষের ঢল | এই সব কিছুর মাঝেই লোয়ার কাদাই তাঁদের পুজো তে এনেছে অভিনবত্ব | তাঁদের এ বছরের ভাবনা ছিল “বহরমপুর হবে দুর্গাপুর ” |

শিল্পনগরী দুর্গাপুর নয়, দেবী দুর্গার ২১  রকমের প্রতিমা নিয়ে তৈরি হয়েছে এই দুর্গাপুর | দেবী দুর্গার ২১  টি মূর্তি এবছর পূজিত হবে লোযার কাদাই সার্বজনীন দুর্গোৎসব কমিটি তে | ক্লাবের সম্পাদক সৌম্যদীপ জানান,মাতৃ প্রতিমা গুলি বেশিরভাগ গড়ে উঠেছে দেশের ও বিদেশের বিভিন্ন মিউজিয়ামে থাকা প্রত্নতাত্ত্বিক আমলের বিভিন্ন মূর্তির অনুকরণে | মূর্তিগুলি করেছেন জেলার ২১  জন শিল্পী |

ছবিঃ Lower Kadai Sarbojanin Durga Puja ফেসবুক পেজ থেকে নেওয়া

মূল যে  প্রতিমা রয়েছে এখানে, সেটা তৈরি করেছেন শিল্পশ্রী যামিনী পালের পৌত্র অসীম পাল | এই পূজিত হবে মণ্ডপে | প্রতিটি মাতৃ প্রতিমা ই একটি থেকে অপরটি আলাদা |

Lower Kadai Sarbojanin Durga Puja প্রতিমা

কোন প্রতিমায় যেমন সাবেকিয়ানা রয়েছে, কোন প্রতিমা একদম আধুনিক পরিকল্পনা গড়ে উঠেছে, আবার কোন প্রতিমায় একদম আঞ্চলিকতার ছাপ রয়েছে | সবমিলিয়ে লোয়ার কাদায় সার্বজনীন দুর্গোৎসব কমিটি তে দেবী দুর্গা বিভিন্ন রূপে যেন একটি সভার মধ্যে অধিষ্ঠান করছেন |