বেদান্ত চট্টোপাধ্যায়ঃ কলকাতা সাউথ পার্ক স্ট্রিট সেমেটারি কথা আমরা অনেকেই জানি, অনেক গল্প কথাও শোনা যায় । তবে খোদ বহরমপুরে যে একটি ঐতিহাসিক গোরস্থান রয়েছে তা অনেকেরই অজানা । গোরস্থানের নাম বহরমপুরের বাবুলবোনা রেসিডেন্সি কবরস্থান Residency Cemetery, Babulbona ।
অনুচ্চ প্রাকার বেষ্টিত বহু স্মৃতি স্তম্ভ ও স্মৃতিফলক যুক্ত বিশাল ইউরোপীয় কবর স্থানটি বহরমপুর তথা মুর্শিদাবাদের ইতিহাসের আগ্রহীদের অন্যতম আকর্ষণ ।এই কবর স্থানটিতে তদানীন্তন বহু ইংরেজের কবর রয়েছে । জেমস কিমার, জর্জ থমাস, হেনরি ক্রেটন সহ বহু ‘সাহেব’এর কবর রয়েছে এখানে।
সরকারি তরফ থেকে যথেষ্ট যত্ন নেওয়া হয় ,পরিচর্যাও হয় । লোকে বলে কোনও বিশেষ দিনে নাকি কবর স্থানে গেলে গা ছমছম করে । এমন গা ছমছমে পরিবেশের উপভোগ করতে বহরমপুরের এই কবরখানা কিন্তু উপযুক্ত । মন চাইলে একা সময় কাটানোর জন্য ভাল জায়গা ।
কিভাবে আসবেন ? বহরমপুর বাস স্ট্যান্ডে নেমে পায়ে হেঁটেই যেতে পারবেন । বহরমপুর বাস স্ট্যান্ডের কাছেই ট্রেকার স্ট্যান্ডের পিছনেই এই কবরখানা । আর যারা বহরমপুর কোর্ট স্টেশন থেকে আসবেন তারাও স্টেশনে নেমে একটা রিক্সা বা টোটো ভাড়া করে সরাসরি বা বাস স্ট্যান্ডে নেমে চলে আসতে পারবেন । আর থাকার জায়গা অর্থাৎ হোটেল প্রচুর রয়েছে এখানে ,সেটাও আপনার সাধ্যের মধ্যে ।
ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদে পরতে পরতে ইতিহাস । বেশিরভাগ মানুষই মুর্শিদাবাদ মানে ভাবেন শুধুই হাজারদুয়ারি । যারা বাইরে থেকে ঘুরতে আসেন তারা শুধুই হাজারদুয়ারি ও আশেপাশের কিছু জায়গা ঘুরে চলে যান । মুর্শিদাবাদবাসীও অনেকেই জানেন না কোথায় কোথায় কি রয়েছে ।
মুর্শিদাবাদের অজানা ইতিহাসের সন্ধান করে নিতে হবে আপনাকেই । আর তার সাথে এমন গা ছমছমে ইতিহাসের সাক্ষী আপনিও হতে পারেন ।