Berhampore Weather মঙ্গলবার সকালে বহরমপুরের Berhampore তাপমাত্রার পারদ নামল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের তুলনায় তা ১.৬ ডিগ্রি কম। ভোরের কুয়াশা এবং ঠান্ডা বাতাসে জবুথবু অবস্থা শহরবাসীর। তাপমাত্রার এমন নিম্নগতি শীতের আবহকে আরও জাঁকিয়ে তুলেছে। আবহাওয়া দপ্তর India Meteorological Department সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দিনভর বহরমপুরের তাপমাত্রা ১৫ থেকে ২৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। ভোরের দিকে থাকবে ঘন কুয়াশা, যা বেলা বাড়লে কিছুটা কমলেও হালকা মেঘলা আকাশের কারণে দিনের শেষে ঠান্ডার অনুভূতি বজায় থাকবে।
Berhampore Weather স্থানীয় দোকানদার মনোজ পাল বলেন, “ভোরবেলা চায়ের দোকান খুলতেই দেখি চারপাশে কুয়াশার চাদর। ঠান্ডা এত বেশি যে চা খেতে খেতে ক্রেতারাও হাত ঘষে উষ্ণতা নিচ্ছেন।” বহরমপুর স্টেশনে যাত্রীদের অপেক্ষারত অবস্থায় দেখা যায়, বেশিরভাগ মানুষের গায়ে শাল, সোয়েটার কিংবা জ্যাকেট। এক কলেজ পড়ুয়া মৌসুমি সরকার জানালেন, “সকালে ক্লাসে যাওয়ার সময় কুয়াশার জন্য রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছিল না। এই ঠান্ডায় ক্লাসে যাওয়া সত্যিই কঠিন।”
Berhampore Weather আবহাওয়াবিদদের মতে, বুধবার থেকে কুয়াশা কাটার সম্ভাবনা রয়েছে। তবে ঠান্ডার প্রকোপ কমার কোনো সম্ভাবনা আপাতত নেই।
শীতের শুরুতে এমন আবহাওয়ার কারণে বাজারেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ভিড় বাড়ছে চায়ের দোকানে, পাশাপাশি গরম জামাকাপড়ের দোকানেও বিক্রির হিড়িক। এক দোকানদার দেবাশীষ রায় বলেন, “গত সপ্তাহের তুলনায় গরম জামার চাহিদা দ্বিগুণ বেড়েছে।” শহরবাসী এখন অপেক্ষা করছে কুয়াশামুক্ত সকালের জন্য, তবে শীতের মিষ্টি আমেজ উপভোগ করতে কোনো কসুর করছে না।