Berhampore Weather দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না প্রতিমা শিল্পীদের। বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজোর পর কালী পুজোতেও নিম্নচাপের ভ্রুকুটি। সাথে ঘূর্ণিঝড় ‘ ডানা’ র প্রভাব! আবহাওয়ার পরিবর্তন, রোদের দেখা নেই। হাতে সময় কম। প্রতিমা শিল্পিদের কপালে চিন্তার ভাঁজ। সবেমাত্র বেলে মাটি দিয়ে মূর্তি গড়ার কাজ শুরু হয়েছে, এর মাঝেই মেঘলা দিন, বিক্ষিপ্ত বৃষ্টি। মাটি না শুকোলে কাজ এগোবে কীভাবে? এই উৎকণ্ঠা নিয়েই কাজ করছেন বহরমপুরের গান্ধী কলোনি এলাকার প্রতিমা শিল্পীরা।
Berhampore Weather দুর্গা প্রতিমার তুলনায় অনেক বেশি সংখ্যায় কালী প্রতিমা তৈরি হয়। ফলে, অনেক সময় প্রতিমা তৈরির পর ছাউনির বাইরেও রাখতে হয়। নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পরিমাণ বাড়লে বড়সড় সমস্যায় পড়তে হবে শিল্পীদের। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ে প্রতিমা শেষ করা যাবে কি না, তা নিয়ে চিন্তায় মৃৎশিল্পীরা।
প্রতিমা গড়ার কাজ চালিয়ে যাচ্ছেন শিল্পীরা। আশায় রয়েছে রোদ ঝলমলে দিনের।