Berhampore Vote: বহরমপুরে রিপোল নিয়ে কী দাবি অধীরের ?

Published By: Madhyabanga News | Published On:

Berhampore Vote: শান্তিতেই শেষ হয়েছে বহরমপুরে ভোট।   ১৩ই মে সোমবার চতুর্থ দফার লোকসভা নির্বাচন শেষ হল। বহরমপুর লোকসভা এই দফায় ছিল। ভোট মিটেছে মোটের উপর শান্তিপূর্ন ভাবেই । কোথাও  কোথাও  কিছু বিক্ষিপ্ত  অশান্তির ঘটনা সামনে এসেছে। তবে ভোটের পরের দিন মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে বেশ কিছু রিপোলের দাবি করেন অধীর চৌধুরী। এর পাশাপাশি ভোট গণনার সময় কাউন্টিং এ কারচুপি করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি, তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। তিনি এইদিন বলেন, “আমরা ৬-৭টি বুথে রিপোল চাইছি। এবং সেই সমস্ত বুথগুলিতে স্ক্রুটিনি  করা হোক”।

কাউন্টিং এজেন্টদেরও মনোবল যুগিয়েছেন অধীর। তিনি বলেছেন,  “ যারা কাউন্টিং এজেন্ট হিসেবে তাদের উদেশ্যে বলব। তারা যদি এই মানসিকতা নিয়ে যায়। যে আমরা হারছি। আর কাউন্টিং করে কী হবে ? তাই কাউন্টিংটা আমরা দুর্বলভাবে শুরু করি। যেহেতু আমাদের হাতে সি-১৭ ফর্ম হাতে থাকবে। তাই কোন ইভিএম-এ কত ভোট পরছে। দেখতে পারব”।