Berhampore Tree সাড়া রাত টানা বৃষ্টির মাঝে বহরমপুরে Berhampore উপড়ে গেল পাচীন গাছ। এসপি বাংলোর সামনে ভেঙে পড়ল প্রাচীন গাছ। শনিবার রাতে প্রবল বৃষ্টির মাঝেই রাস্তার উপর উপড়ে যায় গাছটি। গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় ওল্ড বহরমপুর রবীন্দ্রসদনের মোড় থেকে বিদ্যাসাগর মূর্তির পাশের রাস্তা।
Berhampore Tree গাছের কিছটা অংশ গিয়ে পরে সামনের সরকারি আবাসনের। সরকারি আবাসনের দেওয়াল ধ্বসে যায় । যদিও কেউ হতাহত হননি। রবিবার সকালে পরে থাকা গাছ কাটার কাজ শুরু করে দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। বৃষ্টির কারণে গাছটি উপড়ে যায় বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের।