Berhampore Toto Driver: বহরমপুরে নতুন ভূমিকায় এবার টোটোচালকরা

Published By: Madhyabanga News | Published On:

Berhampore Toto Driver কখনো ট্রাফিক জ্যাম। কখনও ভাড়া বেশি। মাঝেমধ্যেই অভিযোগের নিশানায় ওরা। ওরা টোটোচালক। তবে,   মুহুর্তেই অলিগলি থেকে গন্তব্যে পৌঁছে দেয়।  পরিবেশবান্ধব গাড়ি নিয়ে হাজির হয়  আপনার দরজায়।  এবার নতুন ভূমিকায় বহরমপুরের টোটোচালকরা।  তারাই হবেন রক্ষক। বাঁচাবেন প্রাণ। কিন্তু কীভাবে ? রবিবার বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে Murshidabad Medical College Hospital  নিলেন সেই ট্রেনিং। রবিবার  বহরমপুর পৌরসভা এবং বহরমপুর অর্থোপেডিক সোসাইটির উদ্যোগে সচেতনতা শিবির থেকে শিখলেন ফার্স্ট এইড , CPR-এর খুঁটিনাটি।

Berhampore Toto Driver এদিন সচেতন করা হয় ট্রাফিক আইনও। বহরমপুর অর্থোপেডিক সোসাইটির পক্ষ থেকে টোটোচালকদের দেওয়া হয় ফার্স্ট এইড বক্সও। রাস্তায় কেউ অসুস্থ হয়ে পড়লে বা দুর্ঘটনায় আহত হলে তাঁদের হাসপাতালে নিয়ে আসতে উৎসাহ দেন ডাক্তার অমরেন্দ্রনাথ রায়। নতুন ভূমিকায় খুশি টোটোচালকরাও। National Bone And Joint Day উপলক্ষ্যে  ৪ আগস্ট ন্যাশনাল বোন অ্যান্ড জয়েন্ট ডে উপলক্ষে হয় এদিনের সচেতনতা শিবির।