Berhampore দুপুরেই ঘনাল সন্ধ্যে, ঝেঁপে বৃষ্টি নামল শহরে

Published By: Imagine Desk | Published On:

Berhampore অবশেষে স্বস্তির বৃষ্টি। অসহ্য গরম থেকে রেহাই পেল শহর বহরমপুর। বৃহস্পতিবার দুপুরে ঘনাল সন্ধ্যে। কালো মেঘে ঢেকে যায় আকাশ। শুরু হয় মুষলধারে বৃষ্টি। গত কয়েকদিন ধরেই বহরমপুর শহর পুড়ছিল তীব্র দাবদাহে। তীব্র রোদের তাপ, ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা ছিল প্রত্যেকের। কবে বৃষ্টি হবে? আবহাওয়ার রূপ বদলাবে কবে? অপেক্ষার প্রহর গুনছিলেন সকলেই। প্রতীক্ষার অবসান হল শেষমেশ। বৃষ্টির জল যেন প্রশান্তি ফিরিয়ে দিল। মুষলধারে বৃষ্টিতে জল জমে যায় শহরের একাধিক রাস্তায়। ঘণ্টা খানেকের ভারী বৃষ্টিতে তাপমাত্রার পারদ ও নামে অনেকটাই।  বহরমপুর ছাড়াও এদিন মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তেই বৃষ্টি হয়। গরম থেকে স্বস্তি ফেরে।