Berhampore TMC বহরমপুর শহরর তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। বহরমপুর পৌরসভার Berhampore Municipality চার নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূল Trinamool Congress নেতা পাপাই ঘোষের দাবি, রাতে চার চাকার গাড়ি করে ফিরছিলেন বাড়ি। সেই সময় গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। রাজনৈতিক কারণেই গুলি চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য শহরে । পৌরসভা নির্বাচনে এই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী ছিলেন পাপাই ঘোষ। পাপাই ঘোষের স্ত্রী তৃণমূল পরিচালিত মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান।
Berhampore TMC বহরমপুরে রাতে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে একি !
By Imagine Desk
Published on: December 29, 2024












