Berhampore ভাষা সন্ত্রাসের প্রতিবাদে মেয়ো রোডে তৃণমূলের TMC ধরণা কর্মসূচিতে সেনার বাধা, প্রতিবাদে মঙ্গলবার রাজ্যের প্রতি জেলার, প্রতি ওয়ার্ড, প্রতি ব্লকে প্রতিবাদ মিছিলে শামিল তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা। এদিন বিকেলে শহর বহরমপুরে পথে নামে তৃণমূল কংগ্রেস। বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি।
Berhampore এদিনের কর্মসূচী প্রসঙ্গে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি বলেন, ‘কী কারণে হঠাৎ তৃণমূলের উপরে সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার দিয়ে বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি করছে এটা রাজনীতির পক্ষে খুব অশুভ দিক। এটা করা ঠিক নয়। যে অসাংবিধানিক কাণ্ড ঘটানো হয়েছে তার প্রতিবাদেই পথে নেমেছি। জেলা যুব সভাপতি, সমস্ত কাউন্সিলর, তৃণমূল নেতৃত্ব, কর্মী, শাখা সংগঠনের প্রত্যেকেই ছাত্র, মাদার, যুব সবাই মিলে অংশ নিয়েছি। দলের নির্দেশে কর্মসূচী পালন হল।’