Berhampore TMC বহরমপুরের রাজপথে প্রতিবাদ মিছিল তৃণমূলের

Published By: Imagine Desk | Published On:

Berhampore TMC বুধবার বহরমপুরের পথে নামল তৃণমূল। বহরমপুর- মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের মিছিলে হাঁটলেন সাংসদ থেকে একাধিক বিধায়ক, পৌরসভার চেয়ারম্যান থেকে জেলা পরিষদ সভাধিপতি, যুব থেকে ব্লক নেতৃত্ব। জেলা পার্টি অফিস চত্বর থেকে এদিন দুপুরে মিছিল শুরু হয়। টেক্সটাইল মোড় হয়ে কালেক্টরেট মোড়, মোহন মোড়, লালদীঘি, বাস স্ট্যান্ড সহ শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল। এদিনই কলকাতার পথে নামেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।  বহরমপুরেও হল মিছিল। কিন্তু এই মিছিল কী ইস্যুকে কেন্দ্র করে?

Berhampore TMC বহরমপুর মুর্শিদাবাদ- সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান ও হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ বলেন, ‘ পশ্চিমবাংলার মানুষ আমরা বাংলায় কথা বলি। বাংলায় কথা বলার জন্য ভিন রাজ্যে যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে সেখানে বাংলায় কথা বললেই পুলিশ অ্যারেস্ট করছে।  বাংলাদেশে পুশব্যাক করছে। এই অত্যচারারের বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রুখতে লড়াই করছেন। তাঁর নির্দেশ মতোই বহরমপুরে প্রতিবাদ মিছিল হয়েছে।’

Berhampore TMC মিছিল শেষে সাংবাদিক বৈঠক হয়। বৈঠকে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান বলেন, ‘ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দুবার চিঠি দিয়েছি। এইভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে , বিজেপি শাসিত রাজ্য সেখানে বাংলার শ্রমিকদের উপরে যে পাশবিক অত্যাচার চলছে।  চিফ সেক্রেটারি থেকে ডিএম, মুখ্যমন্ত্রী তদ্বির করছেন। আগামী ২১ তারিখ পার্লামেন্ট বসছে। পার্লামেন্টে এই  নিয়ে সরব হব। জেলায় জেলায় বাংলার সর্বত্র এই প্রোগ্রাম করছি।’

Berhampore TMC বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী বলেন, আজকে প্রতিবাদ মিছিল হল। ব্লক সভাপতি থেকে এমএলএ থেকে শাখা সংগঠন কর্মী থেকে সকলের উপস্থিতিতে বহরমপুরে একটা রূপরেখা তৈরি হল। এরপর যদি না থামে তাহলে বৃহত্তর ভাবে দিল্লি ঘেরাও হবে। পার্লামেন্ট অভিযান হবে, তখন  কিন্তু নরেন্দ্র মোদী এবং বিজেপিকে তখন দায়িত্ব নিতে হবে যে গোটা ভারতবর্ষে যদি এই ভাষার জন্য অশান্তি সৃষ্টি হয়  তার দায়িত্বভার প্রধানমন্ত্রীর উপর বর্তাবে। সেই চেতাবনি দিয়ে এই প্রোগ্রাম অর্গানাইস করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে।