Berhampore TMC জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি নিয়ে পথে নামল তৃণমূল। শনিবার বিকেলে বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের মিছিলের নেতৃত্ব দিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার। বহরমপুর পৌরসভা থেকে শুরু হয় মিছিল। লালদীঘি হয়ে সমবায়িকা মোড় , টেক্সটাইল মোড় হয়ে তৃণমূল পার্টি অফিসে শেষ হয় মিছিল। জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে কেন? কেন্দ্রকে নিশানা তৃণমূলের। এদিন পৌর কর্মী, তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের নেতা, কর্মী, সমর্থকরা মিছিলে হাঁটেন।
Berhampore TMC বিশাল মিছিল কর্মসূচী প্রসঙ্গে বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার বলেন, ” মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা বাংলা জুড়ে প্রতিবাদ কর্মসূচী চলছে, তারই অঙ্গ হিসেবে মুর্শিদাবাদ জেলায় প্রতিটি ব্লক এবং শহরে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হচ্ছে। অম্বল, সুগার, প্রেসার, ক্যানসার, জলাতঙ্কের ওষুধের দাম বৃদ্ধি হয়েছে। আমাদের দাবি এই বর্ধিত দাম প্রত্যাহার করতে হবে। প্রতিবাদ প্রত্যাহারের আন্দোলনের সাথেই স্বাস্থ্য বিমায় ১৮% জিএসটি লাগছে। এমন এক প্রধানমন্ত্রী যিনি স্বাস্থ্যের ক্ষেত্রেও ট্যাক্স চাপাচ্ছেন। অবিলম্বে স্বাস্থ্য বীমা থেকে জি এস টি প্রত্যাহার করতে হবে।”