Berhampore TMC মুর্শিদাবাদে কংগ্রেসে ভাঙন, তৃণমূলে যোগদান মোশারফ হোসেন সহ অসংখ্য কর্মীর

Published By: Imagine Desk | Published On:

Berhampore TMC মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদে কংগ্রেসে বড় ধরনের ভাঙন। মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ও গত বিধানসভায় নওদা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মোশারফ হোসেন, কংগ্রেস পরিচালিত বেলডাঙ্গা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আজাদ আলী, নওদা থেকে কংগ্রেসের প্রতীকে জেতা জেলা পরিষদ সদস্য রিজিয়া সুলতানা সহ বহু কংগ্রেস কর্মী তৃণমূলে যোগ দিলেন। মঙ্গলবার বিকেলে মঞ্চ বেঁধে যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপরি অপূর্ব সরকার, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ, নওদার বিধায়ক শাহিনা মমতাজ খান সহ অন্যান্যরা।

Berhampore TMC এদিন দুপুরে কাতারে কাতারে কর্মী সমর্থকরা হাতে হাত ধরে মিছিল করে আসেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। যদিও এদিনের কর্মসূচিতে উল্লেখযোগ্য ভাবে অনুপস্থিত ছিলেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জামান সেখ ও মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান। এই দুই নেতার অনুপস্থিতি নিয়ে তারা বাইরে আছেন বলে সাফাই দিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার। তিনি বলেন, ‘ সবাই আমন্ত্রিত। নিজস্ব কাজে কলকাতায় আছেন। নিশ্চিত ভাবে একসাথে সবাই কাজ করবে। তৃণমূল দল শৃঙ্খলাবদ্ধ।’

 

Berhampore TMC যোগদান প্রসঙ্গে তিনি বলেন, ” মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি পার্টির বিরুদ্ধে যে লড়াইয়ের ডাক সেই ডাকে সামিল হয়েছেন সকলেই। তৃণমূলের যে শৃঙ্খলা, লক্ষ্য, তাকে কাজে লাগিয়ে আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় সৌভ্রাতিত্ব অটুট রাখব।”

Berhampore TMC কখনো কংগ্রেসে আবার কখনও হাত ছেড়ে তৃণমূলে। মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে বৈচিত্রম কেরিয়ার মোশারফ হোসেনের। ২০১৬য় কংগ্রেসের সাথে সম্পর্ক চুকিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন। কংগ্রেসে থাকাকালীন জেলা পরিষদের সদস্য ছিলেন। ২০১৮য় তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব পান। ২০২১ এর ১৭ ই ফেব্রুয়ারি, তৃনমূল থেকে বহিষ্কার করা হয় তাঁকে। বহিষ্কার করা হয় মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সহ সভাপতির পদ থেকেও। তারপর ২০২১ সালের ১৯ শে ফেব্রুয়ারি কংগ্রেসের পতাকা ধরেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নওদা থেকে কংগ্রেসের টিকিটে ভোটে লড়েন মোশারফ। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনেও নওদায় তাঁর নেতৃত্বেই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে কংগ্রেস। ২০২৫ এর এপ্রিলে ফের দল বদলে তৃণমূলে। তৃণমূলে যোগদানের পর মোশারফ হোসেন বলেন, ” এটা মানুষের পরিবর্তন। এখানকার কংগ্রেস বিজেপির সুরে কথা বলে, মানুষের আন্দোলন নিয়ে কথা বলে না। একসময়ে তৃণমূলে ছিলাম, হাজার হাজার ফ্যান, ফলোয়ার। তাদেরকে মর্যাদা দিয়ে তৃণমূলে যোগদান।”

Berhampore TMC এদিনের যোগদানের পর নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খান বলেন, ” পরিবর্তন চাইছিলাম। সংগঠন বাড়বে। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে আমরা সবথেকে খুশি। ”

Berhampore TMC কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় মোশারফ হোসেনকে তারা আগেই বহিষ্কার করেছেন। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাসের কটাক্ষ, ” ভাইরাস যেখানেই যায় অ্যাটাক করে। মোশারফ হোসেন যদি ওতবড় পালওয়ান হয় তাহলে নওদার বুকে কংগ্রেসকে দার করাতে পারল না কেন? মীরজাফরেরা এইভাবেই কিছু করে। কংগ্রেসের কিছু যায় আসে না।”

Berhampore TMC ২০১৬ এর বিধানসভা নির্বাচনের আগে মোশারফ হোসেনের ফের একবার তৃণমূলে ফিরে আসা এলাকার রাজনীতির সমীকরণে কি বদলাবে?  জল্পনা রাজনৈতিক মহলে।