এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore TMC নতুন বছরে নতুন কমিটি তৃনমূলের, যুব, মহিলা, INTTUC-র দায়িত্বে কারা ?

Published on: January 3, 2026
Berhampore TMC

Berhampore TMC   কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। নতুন বছরের শুরুতেই  বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃনমূল কংগ্রেসের যুব, মহিলা ও শ্রমিক সংগঠনের পূর্নাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হল। শনিবার বহরমপুরে বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কার্যালয়ে জেলা কমিটি ঘোষণা করেন তৃণমূলের শাখা সংগঠনের নেতৃত্বরা।

আরও পড়ুন- TMC Foundation Day ইংরেজি নববর্ষে জঙ্গিপুরে দলের প্রতিষ্ঠা দিবস পালন তৃণমূলের

Berhampore TMC   বহরমপুর মুর্শিদাবাদ জেলা যুব তৃনমূল কংগ্রেস সভাপতি ভীষ্মদেব কর্মকার বলেন, “ডোমকল বিধানসভা বাদ দিয়ে বহরমপুর মুর্শিদাবাদ জেলায় প্রত্যেকটা বিধানসভা থেকে ব্লক কমিটি, টাউন কমিটি, অঞ্চল কমিটি, ওয়ার্ড কমিটি এবং পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হল। বহরমপুর মুর্শিদাবাদ জেলা যুব তৃনমূল কংগ্রেসের তরফে ৬৮ জনের জেলা কমিটি তৈরি হয়েছে।

Berhampore TMC  এদিন মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও জেলা কমিটি ঘোষণা করা হয়। ৩০ জনের জেলা কমিটি ঘোষণা করেন মহিলা তৃণমূলের জেলা সভাপতি। কমিটিতে সহসভাপতি করা হয়েছে ৪ জনকে। বহরমপুর মুর্শিদাবাদ জেলা মহিলা তৃনমূল কংগ্রেস সভাপতি ফতেমা বিবি বলেন, সহ সভানেত্রী পদে চারজনকে রাখা হয়েছে। এত বড় জেলায় সংগঠন করতে গেলে আরও বেশী শক্তি দরকার। বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাব মহিলাদের সংগঠনকে নিয়ে।

আরও পড়ুনAdhir Chowdhury: ২৬ এ TMC সাফ! চ্যালেঞ্জ অধীরের 

Berhampore TMC এদিন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির INTTUC বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার পূর্নাঙ্গ জেলা কমিটিও ঘোষণা করেন। এই কমিটিতে রাখা হয়েছে ৮২ জনকে। কারা রয়েছেন কমিটিতে ? কি জানালেন আইএনটিটিইউসির বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি ? বহরমপুর মুর্শিদাবাদ জেলা INTTUC সভাপতি নিলিমেশ বিশ্বাস বলেন, মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন প্রান্তে যে শ্রমিক আছে সেই শ্রমিকরা যাতে ন্যায্য অধিকার, পাওনা, মজুরি পায়। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা আছে। চাইব, আগামী দিনে শ্রমিক সংগঠনকে মজবুত করার সাথে শ্রমিক যারা আছেন শ্রমিক কল্যাণ যোজনার আওতায় আসতে পারেন, সেই কাজ অঞ্চল থেকে বুথ স্তর পর্যন্ত ছড়িয়ে দিতে চাই।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now