Berhampore theme pujo হিমাচল প্রদেশের পালমপুর থেকে সড়কপথে আধ ঘণ্টার দূরত্ব বৈজনাথ। অনেকেই হয়তো সেখানে যাওয়ার সুযোগ পেয়েছেন, আবার পাননি। যারা এখনও পাননি, তারা পুজোর হাত ধরেই এই মন্দিরের দর্শন পাবেন। দর্শনার্থীদের জন্য হিমাচলের বৈজনাথ মন্দিরকেই বহরমপুরের মাটিতে তুলে ধরেছেন পুজো উদ্যোক্তারা। ৪১ তম বর্ষে বহরমপুরের শিল্পী সংঘের দুর্গা পুজো। থিমের পুজোর ভিড়ে অন্যতম ঐতিহ্যবাহী পুজো এটি। এবারের থিমের ভাবনায় হিমাচল প্রদেশের বৈজনাথ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ।
কেন এই মন্দিরের নাম বৈজনাথ? কথিত আছে, শিব বৈদ্য অর্থাৎ চিকিত্সকদের দেবতা। এলাকার এক রাখাল বালক বৈজু তাঁর দেখাশোনা করতেন বলে দেবতা বৈজনাথ নামে পরিচিত। এই পুজোর উদ্যোক্তারা বলছেন, নতুন কিছু উপহার দিতেই হিমাচলের এই মন্দিরের অনুকরণের চেষ্টা হয়েছে। মণ্ডপ সাথে প্রতিমার সাজেও রয়েছে বৈচিত্র। থিমের পুজো দর্শনার্থীদের নজর কাড়ছে বলেই আশাবাদি পুজো উদ্যোক্তারা।