Berhampore Theme pujo ‘Haunted house’ মণ্ডপের ভেতরে গেলেই গা ছমছম করতে বাধ্য। এখান সেখান দিয়ে উঁকি দিচ্ছে ভুত প্রেত! তন্ত্র সাধনা করছেন সাধক। অশরীরি আত্মার উপস্থিতি উপলব্ধি করতে পারবেন আপনিও। ‘অলৌকিক’ থিমের মাধ্যমে দর্শনার্থীদের শিহরণ জাগানো অনুভূতি বহরমপুরের ইয়ুথ ক্লাবের পুজোয়। এই পুজো ৪৯ বছরে পা দিয়েছে। এবারে থিম ‘হন্টেড হাউস’ বা ‘ভুতুড়ে বাড়ি’।

পুজো মণ্ডপে লাইট অ্যান্ড সাউন্ডের পাঁচ মিনিটের শো দর্শকদের রোমাঞ্চকর গা ছমছমে পরিবেশে শিহরণ জাগাচ্ছে। গোরাবাজারের ইয়ুথ ক্লাবের মাঠে ভাগীরথীর তীরে তৈরি হয়েছে এই মণ্ডপ। মাতৃ প্রতিমার সাজ একেবারেই থিমের কথা মাথায় রেখেই।

মণ্ডপের সামনের অংশটি প্রাচীন প্রাসাদের ভগ্নাবশেষের আদলে তৈরি করা হয়েছে। প্রাসাদের বাইরে বিশাল আকৃতির বট গাছ রয়েছে। এই প্রাসাদেই লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে দেখানো হচ্ছে অশরীরি আত্মা ও বিষাক্ত জীবজন্তুর প্রতিচ্ছবি। উদ্যোক্তারা জানান, প্রতি বছরই নতুন নতুন ভাবনাকে তুলে ধরা হয়। এবারেও ভুতুড়ে বাড়ি কেই বেঁছে নেওয়া হয়েছে। উদ্বোধনের পর থেকে মানুষের ঢল নামছে। সপ্তমীতেও ভিড়ে ঠাসা মণ্ডপ।