Berhampore Theme Puja 2025 বহরমপুর শহরের এবছর থিমের পুজোর হিড়িক। বহরমপুর শহরের অন্যতম বড় পুজোগুলির মধ্যে একটি বাবুলবোনা সার্বজনীন দুর্গা পুজো কমিটি। এবছর এই পুজোর ৬৭ তম বর্ষ। পুজোর থিম রাজস্থানের হাওয়া মহল। বহরমপুর বাস স্ট্যান্ড থেকে পঞ্চাননতলার দিকে যেতে বাবুলবোনা রোড এর কাছে হাওয়ামহলের আদলে মন্ডপ দেখতে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। চতুর্থীতেই এই পুজো মণ্ডপের উদ্বোধন হয়েছে। প্রতি বছরই নতুন নতুন থিমের বৈচিত্র দেখা যায় এই পুজোয়। এবছর ভাবনায় হাওয়া মহল।
Berhampore Theme Puja 2025 জয়পুর শহরের প্রাসাদের অবিকল ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপসজ্জায়। মণ্ডপসজ্জায় আলোর ঝলকানি অপরূপ শোভা বাড়াচ্ছে। হাওয়া মহল হল পাঁচতলা র একটি প্রাসাদ, যেটি তার প্রধান ভিত্তি থেকে উঁচু ৫০ ফুট (১৫ মি) উচু। মহলের সবচেয়ে উপড়ের তিনটি তলা একক ভাবে একটি করে কক্ষ দ্বারা গঠিত, নিচে প্রথম ও দ্বিতীয় তলার সামনে উন্মুক্ত স্থান আছে, যা প্রাসাদের পূর্ব অংশে তৈরি হয়েছে। প্রাসাদের সম্মুখভাগের অংশ, যা প্রাসাদের সামনে প্রধান রাস্তা থেকে মৌচাকের মত দেখায়। সম্মুখভাগের প্রতিটি অংশে ছোট দড়জা এবং সুন্দর বেলে পাথরের জানালা, ফিনিয়াল ও গম্বুজ তৈরি করা হয়েছে। এই অসাধারণ প্রাসাদটি আংশিক অষ্টভুজাকৃতির কাঠামো গঠন করে, যা সারা বিশ্বব্যাপী বিভিন্ন প্রাসাদে ব্যবহার করা হয়। ঠিক এইভাবেই আসল প্রাসাদের অনুকরণে তৈরি হয়েছে মণ্ডপ। সাথে প্রতিমার সাজও মুগ্ধ করছে দর্শনার্থীদের। সব নিয়ে দর্শনার্থীদের উচ্ছ্বাস দেখে আপ্লুত পুজো উদ্যোক্তারা। ষষ্ঠী থেকে নবমী- কাতারে কাতারে মানুষের ঢল নামবে, রেকর্ড সংখ্যক ভিড়ের প্রত্যাশা উদ্যোক্তাদের।