Berhampore Theatre আজ থেকে বহরমপুর রবীন্দ্রসদনে বিনামূল্যেই ৭ টি নাটক দেখার সুযোগ পাবেন বহরমপুরের মানুষ। সিজন বা চেয়ার টিকিট কাটার কোনোও দরকার নেই। এই নাট্যমেলায় প্রবেশ অবাধ। ১০ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বহরমপুর রবীন্দ্র সদনে ( Rabindrasadan, Berhampore) অনুষ্ঠিত হবে পঞ্চবিংশ নাট্য মেলা। এই মেলার আয়োজন করছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ।
আরও পড়ুনঃ Lalgola Theatre লালগোলায় ৩ দিনের নাটকের ক্লাস
Berhampore Theatre আজ থেকে শুরু নাট্যমেলা
সোমবার ( ১০ নভেম্বর ) থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হবে এই পঞ্চবিংশ নাট্য মেলা। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত চলবে নাটক। আজ বিকেল সাড়ে ৪ টেয় বহরপুর রবীন্দ্র সদন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয়েছে। এই শোভাযাত্রার পর সাড়ে ৫ টায় নাট্যোৎসবের উদ্বোধন হবে । এই নাট্যমেলায় নাটক দেখার জন্য কোনও টিকিট দরকার হবে না। সঠিক সময়ে হলে পৌঁছে গেলেই হবে।
Berhampore Theatre কোন দিন কী নাটক
১০ নভেম্বর, সোমবার দেখান হবে রায়গঞ্জ ইনস্টিটিউট নাট্যদলের নাটক “ ওথেলো- দ্য মুর অফ ভেনিস” । মঙ্গলবার ১১ নভেম্বর দেখানো হবে দুটি নাটক। প্রথমে থাকছে লালগোলা নাট্য সৃজনের “আমি জবা”, আর তারপর মঞ্চস্থ হবে রঘুনাথগঞ্জ থিয়েটার গ্রুপের নাট “ অনুরক্ত”।

বুধবারও দুটি নাটক দেখানো হবে। প্রথমে মঞ্চস্থ হবে বাবুবাজার নাট্যম শ্রদ্ধাঞ্জলির নাটক “ভোরাই”। দ্বিতীয়ার্ধে দেখানো অভিনীত হবে সৈদাবাদ নবীন নাট্যসংস্থার নাটক “ রাজা দয়াময়ের দরবার”। শেষদিন অর্থাৎ বৃহস্পতিবার মঞ্চস্থ হবে বালুরঘাট সমবেত নাট্যকর্মী এবং যাত্রিক নাট্যগোষ্ঠীর দুটি নাটক। প্রথমে মঞ্চস্থ হবে বালুরঘাট সমবেত নাট্যকর্মীর “গোধূলীবেলায়”, তারপর মঞ্চস্থ হবে যাত্রিক নাট্যগোষ্ঠীর “বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে”। অর্থাৎ ৪ দিন ধরে দেখানো হবে ৭ টি নাটক।















