বহরমপুরে দেশ বিদেশের নাট্যমেলাঃ কবে কোন নাটক দেখবেন ? Berhampore Desh Bidesher Nattyomela Schedule

Published By: Madhyabanga News | Published On:

ঋত্বিক নাট্য গোষ্ঠীর আয়োজনে বহরমপুরে দেশ বিদেশের নাট্যমেলা অনুষ্ঠিত হবে বহরমপুর রবীন্দ্রসদনে | আগামী ৬ই ডিসেম্বর থেকে ১২ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই নাট্যমেলা | বিংশতম দেশ বিদেশের নাট্যমেলার উদ্বোধন করবেন ‘ইলোরা’ পত্রিকার সম্পাদক শ্রী মলয় ঘোষ | প্রতি বছর এই নাট্য মেলায় বিদেশের ভিন দেশের নাটকের দলও আমন্ত্রিত থাকে । ঋত্বিক নাট্যগোষ্ঠীর সদস্য বিপ্লব দে জানান “এবছর কোভিডের কারণে  আমরা বাইরের দেশের বাইরে বা রাজ্যের বাইরের  কোন  নাটকের দল কে আমন্ত্রন জানাতে পারিনি । গতবছরও করোনার কারণে  আমরা ফেস্টিভ্যাল করতে পারিনি। এ বছর নাট্যমেলা সফল হবে বলেই আমরা আশাবাদী “। অতিমারির ভয় কাটিয়ে সকলের কাছে এই নাট্য মেলা উপহার দিতে পেরে আনন্দিত ‘ঋত্বিক’ । বহরমপুরের বাসিন্দারা ডিসেম্বর মাসকে নাটকের মাস বলেন । এবছরের নাট্য মেলায় মোট ৯টি নাটক মঞ্চস্থ হবে ।

 

কোন নাটকের শো কবে

প্রথম দিন অর্থাৎ ৬ই ডিসেম্বর মঞ্চস্থ হবে ঋত্বিক নাট্য গোষ্ঠীর প্রযোজনায় ও বিপ্লব দে এর নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা | নাট্যরূপ দিয়েছেন গৌতম রায় চৌধুরী ও বিপ্লব দে । ৭/১২/২১, সন্ধ্যা ৬:৩০ টায় অনুষ্ঠিত হবে মান্নান হীরার নাটক ‘একজন লক্ষীন্দর ‘, নির্দেশনা কুনাল বোস | প্রযোজনা শিলিগুড়ি ঋত্বিক | ৮/১২/২১ অনুষ্ঠিত হবে মালদা থিয়েটার প্লাটফর্ম প্রযোজিত ‘নানাঘর ‘, নির্দেশনা মনীশ মিত্র | ৯/১২/২১ সন্ধ্যা ৬:১৫ মিনিটে মঞ্চস্থ হবে বৃশ্চিক নাট্য সংস্থার দুটি নাটক | প্রথম দর্শন ‘আধি ‘, নির্দেশনা তাপস মুখোপাধ্যায় | দ্বিতীয় দর্শন ‘খুন হওয়ার পর’, নির্দেশনা সব্যসাচী মুখপাধ্যায় । ১০ই ডিসেম্বর সন্ধ্যে সাড়ে ছয়টায় পরিমল ত্রিবেদী নির্দেশনায় ‘গম্ভিরা গম্ভীরা’ মঞ্চস্থ হবে, প্রযোজনা মালদা মালঞ্চ|

১১ই ডিসেম্বর কম্পাস কোচবিহার প্রযোজিত ‘দেওয়ানজীর কিসসা’ নাটকটি মঞ্চস্থ হবে, নির্দেশনা দেবব্রত আচার্য, নাট্যকার আসাদুজ্জামান নূর |
১২ ডিসেম্বর কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রের দুটি নাটক মঞ্চস্থ হবে | প্রথম দর্শন ‘মহালয়া’ নাটক রতন কুমার ঘোষ, নির্দেশনা কিশোর সেনগুপ্ত দ্বিতীয় দর্শন ‘6:1’, নাটক সঙ্গীতা চৌধুরী,নির্দেশনা শুভেন্দু মজুমদার |
কুড়ি তম দেশ বিদেশের নাট্যমেলায় বন্ধু সদস্য কার্ড পাওয়া যাচ্ছে ঋত্বিক মহড়া কক্ষে সন্ধ্যে সাতটা থেকে নটার মধ্যে | কোভিড  সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে আসন সংখ্যা নিয়ন্ত্রিত । নাটকের শহর বহরমপুরে বরাবরই সিনেমা দেখার থেকে নাটক দেখার উৎসাহ বেশি শহরবাসীর ,এমনটাই মতামত নাটক প্রেমি মানুষদের । নাটকের শহরে নাট্য মেলায় মজেছে শহর।