Berhampore Theatre ‘নাটকে লোক শিক্ষা হয়’
Berhampore Theatre Chuanpur Suhrid সত্তরের দশকের সেই উত্তাল সময়ে ১৯৭৬ সালে একদল দামাল ছেলে সমাজ পরিবর্তনের লক্ষ্যে চুঁয়াপুর সুহৃদ নাটকের দল গড়েন। যার মূল উদ্দেশ্য, জনগণের জন্যে নাটক। নাটকের জন্যে জনগণ নয়। সেই চলার পথে অনেক বাধা, বিপত্তি, অনেক প্রতিকূলতা এসেছে। একের পর এক প্রজন্ম সুহৃদকে এগিয়ে নিয়ে চলেছে। আজ, সুবর্ণ জয়ন্তী বর্ষের তৃতীয় পর্যায়ের অনুষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যায় বলছিলেন সুহৃদ নাটকের দলের নির্দেশক হরপ্রসাদ দাস। শুরু হল জাতীয় নাট্যোৎসব ২০২৫। Berhampore রবীন্দ্রসদনে শুরু হল নাট্যোৎসবের (Theatre Festival)।
আরও পড়ুনঃ Dhurandhar Berhampore: কাঁপাচ্ছে রণবীর, ‘ধুরন্ধর’ উন্মাদনা বহরমপুরেও

Berhampore Theatre ১৯৭৬ সাল থেকে এই নাট্যোৎসব চলে আসছে। আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। প্রথম দিনের নাটক অনুষ্ঠিত হয় দিশারী। চুয়াপুর সুহৃদ প্রযোজনা করে ওই নাটক। আমেরিকার নিউ জার্সি, পাঞ্জাব, ওড়িশা, মহারাষ্ট্রের নাটক অনুষ্ঠিত হবে এই উৎসবে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন চিকিৎসক নির্মল সাহা। তিনি দর্শকদের রামকৃষ্ণ দেবের কথা, ‘নাটকে লোক শিক্ষা হয়’ স্মরণ করিয়ে দেন।
Berhampore Theatre স্বরবর্ণ নাটকের ১২৫ তম প্রযোজনা ২০ ডিসেম্বর
Berhampore Theatre Chuanpur Suhrid ১৯ ডিসেম্বর রয়েছে গুণীজন সংবর্ধনা। সুগত সেন, অনুপম ভট্টাচার্য, কমল লাহিড়িকে সংবর্ধনা জানানো হবে। এরপর নাটক, এখানে থেমো না। কোচবিহারের স্বপ্ন উড়ান ওই নাটকের প্রযোজনা করেছে। এরপর ২০ তারিখ প্রথম নাটক কোচবিহার কম্পাসের প্রযোজনা নাটক, কোর্ট মার্শাল। চুঁয়াপুর সুহৃদের প্রযোজনা দ্বিতীয় নাটক স্বরবর্ণ। এবার এর ১২৫ তম প্রযোজনা। এরপর ২১ মহারাষ্ট্রের পুনের স্বতন্ত্র থিয়েটারের প্রযোজনা নাটক, আধে অধুরে। ২২ তারিখ প্রথমে সেমিনার হবে। এরপর ওড়িয়া নাটক শেষ সংতক। ওড়িশার আরোহনা প্রযোজনা করেছে এই নাটক। ২৩ তারিখ নাটক বাসন্তী চোলা। এর প্রযোজনা করেছে পাঞ্জাবের মঞ্চ রঙ্গমঞ্চ। এরপর দ্বিতীয় নাটক ত্রিনয়নী। মহাশ্বেতা দেবী এই নাটকটির অনুবাদ করেছেন। নাটকটির প্রযোজনা করেছেন কালিয়াগঞ্জের অনন্য থিয়েটার। ২৪ ডিসেম্বর দুটি নাটক পল ও ভিনসেন্ট, বাণিজ্যে বসতে লক্ষ্মী। আমেরিকার একতা এর প্রযোজনা করেছে।

Berhampore Theatre Chuanpur Suhrid উল্লেখ্য, ৫০ বছর পার করেছে চুঁয়াপুর সুহৃদ।















