Berhampore Swimming Club Competition 2025 রাত পোহালেই সাঁতার প্রতিযোগিতা বহরমপুরে, আয়োজনে Berhampore Swimming Club

Published By: Imagine Desk | Published On:

Berhampore Swimming Club Competition 2025 রাত পোহালেই  রবিবার 7th September, সাঁতার প্রতিযোগিতা শুরু বহরমপুর সুইমিং ক্লাবে Berhampore Swimming Club । শনিবার সন্ধ্যাতেই পৌঁছে গেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের সাঁতারুরা। রবিবার সকাল ৯টায় শুরু হবে সারা বাংলা আমন্ত্রন মূলক সাঁতার প্রতিযোগিতা All Bengal Invitation Swimming Competition-2025.পরিচালনায় বহরমপুর সুইমিং ক্লাব।

শেষ পর্যায়ের প্রস্তুতি

 

Berhampore Swimming Club Competition 2025 বহরমপুর শহীদ সুর্যসেন রোডে  রাধাপ্রসাদ মেমোরিয়াল সুইমিং পুলের জল মাতাবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাঁতারুরা। শনিবার সন্ধ্যায় বহরমপুর সুইমিং ক্লাব চত্বর জুড়ে সাজো সাজো রব। এই সাঁতার প্রতিযোগিতা দেখার জন্য শহরের মানুষজনকে আমন্ত্রন জানিয়েছেন বহরমপুর সুইমিং ক্লাবের উদ্যোক্তরা।

আলো ঝলমলে বহরমপুর সুইমিং ক্লাব প্রাঙ্গণ
See also  বর্ষ শেষে সুরেলা সফর বহরমপুরে