Berhampore বেঙ্গল STF থেকে ফের জেল হেফাজতে খাগড়াগড় কাণ্ডে অভিযুক্ত তারিকুল

Published By: Imagine Desk | Published On:

Berhampore  সাত দিন বেঙ্গল STF হেফাজতে থাকার পর সোমবার খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত তারিকুল ইসলাম ওরফে শাদিক সুমনকে বহরমপুর সিজিএম কোর্টে তোলা হল। কড়া নিরাপত্তার ঘেরাটোপে এদিন তারিকুলকে কোর্টে আনে স্পেশ্যাল টাস্ক ফোর্স। গাড়ি থেকে নামার সাথে সাথেই মুখ ঢাকা তারিকুলকে নিয়ে কোর্টের ভেতরে প্রবেশ করেন স্পেশাল টাস্ক ফোর্স এর প্রতিনিধিরা।

Berhampore  এদিন তারিকুল ইসলামকে সিজেএম কোর্টে তোলা হলে বিচারক সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এদিন এসটিএফ বেঙ্গলের পক্ষ থেকে নতুন করে আর হেফাজতে চাওয়া হয়নি তারিকুলকে। ইতিমধ্যেই আসাম এসটিএফ তারিকুল ইসলামকে তাদের হেফাজতে চেয়ে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে কাছে আসামের কোর্ট অর্ডার পেশ করেছে। সেই মতো আগামী ১৮ই জানুয়ারীর মধ্যে তারিকুল ইসলামকে আসাম কোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার কতৃপক্ষকে, এমনটাই জানা যাচ্ছে।

Berhampore সরকারি আইনজীবী বিশ্বপতি সরকার জানান, পুলিশ হেফাজত থেকে ফেরত আসে তারিকুল। তাঁকে আবার সাত দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। আগামী ২০ তারিখ ফের কোর্টে তোলার দিন ধার্য হয়েছে।