Berhampore Station রবিবার দিনভর বহরমপুর স্টেশনে Berhampore Court Station বন্ধ রেল পরিষেবা। বহরমপুর কোর্ট স্টেশনে সাবওয়ের কাজের জন্য ১লা ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে রাত্রি সাড়ে ৮টা পর্যন্ত বহরমপুর কোর্ট স্টেশনে ট্রেন পরিষেবা বাতিল করেছে রেল কতৃপক্ষ। লালগোলা-শিয়ালদহ শাখায় আপ ও ডাউন মিলিয়ে দু-জোড়া ট্রেন বাতিলের কথা জানিয়েছে রেল। তাছাড়া ওইদিন আরও চার জোড়া ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আরও ছ’টি ট্রেন বেশ দেরিতে ছাড়বে বলে জানানো হয়েছে। এদিন বেশ কিছু ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। বেশ কিছু ট্রেন দেরিতে ছাড়বে, অন্যদিকে অনেক ট্রেন সারগাছি স্টেশন Sargachi Station থেকে ছাড়বে।
Berhampore Station ট্রেনের রুটে হয়েছে পরিবর্তন
Berhampore Station আবার কোন কোন ট্রেন কৃষ্ণনগর থেকে ছাড়বে। কলকাতা থেকে আসা ট্রেন গুলি সারগাছি স্টেশন এসে থামবে। যদিও এদিন সকালের দিকে কিছু ট্রেন গেলেও তা বন্ধ হয়ে যায়। অনেকেই না জেনেই ষ্টেশনে এসেও ঘুরে যাচ্ছেন । ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে পরতে হয় যাত্রীদের। এদিন ট্রেন বন্ধ থাকায় বহরমপুরে স্টেশন লাগোয়া সাবওয়ের নির্মাণের কাজ চলে দ্রুত গতিতে। তবে রাতের পর সোমবার সকাল থেকে ট্রেন পুরিষেবা স্বাভাবিক থাকবে বলে রেল দপ্তর সূত্রে খবর।