২৯ অক্টোবর থেকে বহরমপুর স্টেডিয়ামে খেলা শুরু
নিজস্ব প্রতিবেদনঃ ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব ফের পেল মুর্শিদাবাদ (Murshidabad) জেলা। ক্রিকেট এ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি ) CAB আন্তঃজেলা এই প্রতিযোগিতার জন্য বাছল বহরমপুরকে। এই নিয়ে পরপর চার বার। রাজ্য জুড়ে মোট ১৮ টি জেলা এই খেলায় অংশ নেবে। তার মধ্যে চারটি জেলার খেলা হবে বহরমপুরে। সেই চারটি জেলা হল নদীয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদহ। এখান থেকে সেমি ফাইনালে ওঠা টিম পরবর্তী পর্যায়ে খেলবে। সিউড়ি, চুঁচুড়া, বালুরঘাটেও অন্য জেলাগুলির খেলা হবে। বহরমপুর স্টেডিয়ামে আগামী ২৯ অক্টোবর থেকে খেলা শুরু। চলবে ৪ নভেম্বর পর্যন্ত। জেলাগুলি ছাড়া কলকাতার প্রথম ও দ্বিতীয় ডিভিশনে খেলা টিমগুলি এই টুর্নামেন্টে অংশ নেবে। এই টুর্নামেন্টের নাম আন্তঃ জেলা টি টিয়েন্টি টুর্নামেন্ট। মুর্শিদাবাদ জেলার টিমে সিনিয়র ও জুনিয়র মিলে খেলোয়াড়রা রয়েছেন।

MSD T20 Tournament এই বিষয়ে মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিশ্বজিৎ ভাদুড়ি বৃহস্পতিবার বলেন, সিএবিকে ধন্যবাদ এই জেলাকে নির্বাচন করার জন্যে। আমাদের যতটা জানা আছে ফাইনাল খেলা হতে পারে ইডেন গার্ডেনসে।
উল্লেখ্য, ছাউনি না থাকায় দর্শকদের সমস্যা হয়। তবে সেমি ফাইনালে মুর্শিদাবাদ উঠলে বিশেষ পরিকল্পনা ক্রীড়া সংস্থার। এই টুর্নামেন্টে মুর্শিদাবাদ জেলা এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হয়নি। এবার কি শিকে ছিঁড়বে? কল্যাণ বাজপেয়ীকে কোচ করে টিম গঠন করা হয়েছে।









