Berhampore Stadium বহরমপুর উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র ! স্টেডিয়ামের কাছেই গ্রেফতার ২। যা উদ্ধার হল তা দেখে চোখ ছানা বড়া পুলিশ আধিকারিকদের। ২ জনের কাছ থেকে উদ্ধার ৮ টি সেভেন পয়েন্ট ফাইভ এমএম পিস্তল। প্রতিটিই ঝাঁ চকচকে। বহরমপুর স্টেডিয়ামের পাশ থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, কার্তুজ ও জালনোট সহ দুজনকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ।
আরও পড়ুনঃ বহরমপুরে সিনেমার কায়দায় কিডন্যাপাররা কুপোকাৎ !
Berhampore Stadium স্টেডিয়ামের কাছেই পুলিশের হানা
অ্যাডিশনাল এসপি লালবাগ রসপ্রীত সিং Raspreet Singh, IPS জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে বহরমপুর থানার পুলিশ বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের তল্লাশি চালাতেই উদ্ধার হয় ৮টি সেভেন পয়েন্ট ফাইভ এমএম পিস্তল, ১৬টি ম্যাগাজিন , ১০০ রাউন্ড কার্তুজ ও ১০ হাজার টাকার জালনোট। ধৃত আলফাজ মন্ডল ও মনিকা বিবি জলঙ্গির ঘোষ পাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই আগ্নেয়াস্ত্র ধৃতরা মুঙ্গের থেকে নিয়ে এসেছিল।

প্রথমে মুঙ্গের থেকে অস্ত্র নিয়ে আসা হয় ফরাক্কায়। ফরাক্কা থেকে বাসে চেপে বহরমপুরে আসেন আলফাজ মন্ডল ও মনিকা বিবি। তবে তাঁরা কেন এতো অস্ত্র নিয়ে এসেছিলেন, কোথাও পাচারের ছক ছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। এদিনই ধৃতদের ১০ দিনের হেফাজতে চেয়ে বহরমপুর সিজিএম কোর্টে পাঠায় পুলিশ।















