এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore SIR বহরমপুরে SIR আতঙ্কের বলি !

Published on: November 6, 2025
Berhampore SIR

Berhampore SIR বহরমপুরে SIR আতঙ্কে বলি ! অভিযোগ উঠেছে,  কান্দির পর এবার বহরমপুরে  এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন  এক ব্যক্তির।  ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল বহরমপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনিতে। মৃতের নাম তারক সাহা। বহরমপুরেই মশলা মুড়ি বিক্রি করতেন তিনি।

আরও পড়ুনঃ voter rolls ফোনেই ২০০২ সালের ভোটার লিস্ট পেয়ে যান বাংলায়

Berhampore SIR কী দাবি পরিবারের ?

মৃতের স্ত্রী পিয়া সাহা জানিয়েছেন, ২০০২ এর ভোটার লিস্টে নাম নিয়ে, এসআইআর এর নথিপত্র জোগাড় করা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ক দিন ধরেই। এদিন বেলা ১২ টা নাগাদ কাজ থেকে বাড়ি ফিরে তিনি দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বামীর দেহ। ঘটনা জানাজানি হয়। ছুটে  আসেন প্রতিবেশীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। তারক সাহার মৃত্যুর ঘটনায় উৎকণ্ঠায় প্রতিবেশীরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now