এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore Security :  বহরমপুরে নারী নিরাপত্তা নিয়ে অধীরের দাবী ওড়ালেন নাড়ুগোপাল

Published on: November 2, 2024
Berhampore Security

Berhampore Security বহরমপুর শহরে কি নিরাপদ নারীরা ? এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। শনিবার সাংবাদিক সম্মেলন থেকে বহরমপুরে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী Adhir Ranjan Chowdhury । অধীর বলেন, “  নারী নিরাপত্তার শহর ছিল বহরমপুর , এই শহর এখন কলঙ্কিত হচ্ছে। যেদিন থেকে এই শহরে কংগ্রেস রাজনৈতিক ভাবে দুর্বল হয়েছে সেদিন থেকে নারী নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে” । অধীরের দাবী, নারীনিরাপত্তার প্রশ্নে আপোশ করবে না কংগ্রেস। লড়াই চলবে।

 

Berhampore Security যদিও অধীর চৌধুরীর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী Naru Gopal Mukherjee । তাঁর দাবি, নারীদেরকেই অসম্মান করা হচ্ছে, মহিলারা নিজেই স্বয়ং সম্পূর্ণা। নাড়ুগোপাল মুখার্জী  বলেছেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে  এই   প্রচার চালাচ্ছেন অধীর চৌধুরী। বহরমপুরে নারী সুরক্ষা অনেক বেড়েছে এখন। তিনি বলেন, শহরে ২৫ হাজার মহিলার ভোট পান নি অধীর। মহিলারা যেভাবে স্বয়ংসিদ্ধা হয়ে উঠেছে, এতো আইন তৈরী হয়েছে, মহিলা নিজেরাই সম্পূর্ণা হয়ে উঠছেন। এটা অধীর চৌধুরীর ব্যাপার নয়, নাড়ুগোপাল মুখার্জির ব্যাপার নয়।তিনি বলেন, সমস্যাটা সামাজিক সেটাকে রাজনৈতিক ভাবে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে। মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য থানা আছে, প্রশাসন আছে। সামগ্রিক শক্তি রয়েছে। যে কোন ঘটনার মোকাবিলা করতে হবে। মহিলাদের নিরাপত্তা কোন রাজনৈতিক দলের উপর নির্ভর করে না।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now