Berhampore School News পঞ্চম শ্রেণীতে (Class v Admission) ছাত্র ছাত্রী ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে জেলা স্কুল পরিদর্শকের দফতর। এবার এলাকা ভাগ করে দেওয়া ও আসন সংখ্যা বেঁধে দেওয়ার উদ্যোগ। সেজন্যে বৈঠক ডাকা হচ্ছে বহরমপুর (Berhampore) শহরের বেশ কয়েকটি স্কুলকে। যেগুলি জেলার নামী সরকার পোষিত স্কুল বলে পরিচিত।
আরও পড়ুনঃ Beldanga Teacher Accident শেষ! বেলডাঙায় হাইস্কুল শিক্ষকের এ কী হল?
Berhampore School News ছাত্র ছাত্রী কমছে সরকার পোষিত স্কুলে। প্রাথমিক ও হাইস্কুল উভয় ক্ষেত্রেই একই হাল। অথচ বেশ কয়েকটি সরকার পোষিত স্কুল আছে যেখানে পড়ুয়াদের ভর্তি হওয়ার হিড়িক। সেই স্কুলগুলির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, সেখানে প্রথম শ্রেণী থেকে একেবারে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়া যায়। দীর্ঘ সুনাম রয়েছে। সেখানে এবার প্রাথমিক ও হাইস্কুল উভয় সেকশনেই পঞ্চম শ্রেণী পড়ানো হবে। ফলে কারা পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ভর্তি করবে তা নিয়ে টানাটানি শুরু হতে পারে। এমনিতেই অভিযোগ নামী স্কুলগুলি এক্ষেত্রে নিজেদের প্রাথমিক বিভাগ থেকে বেশী ছাত্র ছাত্রী ভর্তি নেয়। সেক্ষেত্রে বঞ্চিত হয় আশেপাশের অন্য স্কুল। এবার কোথাও বেশি ছাত্র ছাত্রী ভর্তি, কোথাও কম ছাত্র ছাত্রী ভর্তি নিয়ে সমস্যা হতে পারে। সেজন্যে এবার ওই স্কুলগুলিতে পঞ্চম শ্রেণীতে কতজন ছাত্র ছাত্রী ভর্তি করতে পারবে তার আসন সংখ্যা বেঁধে দেওয়া হতে চলেছে। এজন্যে বৈঠক ডাকা হচ্ছে।
Berhampore School News ডাকা হচ্ছে কোন কোন স্কুল?
Berhampore School News সামনেই স্কুলে ভর্তি শুরু হবে। মহারাণী কাশেশ্বরী স্কুলের প্রধান শিক্ষিকা চৈতালি চট্টোপাধ্যায় বলছিলেন তাদের স্কুলে ভর্তি হওয়ার জন্যে ছাত্রীদের চাপ কতো রয়েছে। অথচ বিষ্ণুপুর গার্লসের প্রধান শিক্ষিকা কাবেরী কুমারী খান জানিয়েছেন, ছাত্রী সংখ্যা কমছে। এমনকী ৫ জন ছাত্রীও রয়েছে তাদের ক্লাসে। জানা গিয়েছে, আগামী ৮ ডিসেম্বর এজন্যে বৈঠক ডাকা হচ্ছে। জেলা স্কুল পরিদর্শক (মাধ্যমিক) জয়ন্ত হালদারকে জিজ্ঞাসা করা হলে শুক্রবার তিনি বলেন, আমরা বৈঠকে বসতে চলেছি। আসন সংখ্যা বেঁধে দেওয়া হবে। ক্যাচমেন্ট এলাকা ভাগ করে দেওয়া হবে। বহরমপুরেই এইরকম বেশ কিছু স্কুল রয়েছে। যেমন জেএন অ্যাকাডেমি, গোরাবাজার আইসিআই স্কুল, মহারাণী কাশেশ্বরী স্কুল। সেই স্কুল গুলিকে নিয়ে বৈঠক হবে
Berhampore School News এই বিষয়ে চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের শিক্ষক ইন্দ্রনীল চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে এদিন তিনি বলেন, এবার পঞ্চম শ্রেণীতে পড়ানো হবে সব জায়গায় প্রাথমিক স্কুলে। ক্যাচমেন্ট এরিয়া ভাগ করে দেওয়া দরকার। তা না হলে স্কুলগুলি বাঁচবে কী করে। সবাই গোরাবাজার আইসিআই স্কুলে ভর্তি হবে। তাহলে বিজয় কুমার, ভাকুড়ি, বাপুজি পাঠাগার, শ্রীশচন্দ্র বালিকা বিদ্যালয়, ভাকুড়ি হাইস্কুলগুলির কী হবে? তাই এটা দরকার।












