Berhampore incident পুজোর ছুটি কাটিয়ে এখনও খোলেনি স্কুল। এর মধ্যে একের পর এক স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল বহরমপুরের রাধারঘাট এলাকায়। গত শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটে রাধারঘাটের উত্তর পাড়া প্রাথমিক বিদ্যালয়ে । স্কুল থেকে চুরি যায় ফ্যান, লাইট, রান্নার গ্যাস সিলিন্ডার, ওভেন সহ মিড ডে মিলের সরঞ্জাম। সেই রেশ কাটতে না কাটতেই ফের স্কুলে চুরি! উত্তর পাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশেই আবারও স্কুলে চুরির চেষ্টার অভিযোগ। রবিবার রাতে স্কুলে চুরির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বহরমপুরের রাধারঘাট উত্তরপাড়া জুনিয়র হাইস্কুলে দরজার তালা ভেঙে চুরি করার চেষ্টা করে কিছু দুষ্কৃতি। স্থানীয়রা বুঝতে পেরে ঘটনাস্থলে যেতেই তাড়া খেয়ে পালায় দুষ্কৃতিরা এমনটাই দাবী স্থানীয়দের। স্কুল কতৃপক্ষ বিষয়টি জানতে পেরে সোমবার সকালে স্কুলে যান। এই ঘটনায় বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্কুল কতৃপক্ষের তরফে। রাধারঘাট উত্তর পাড়া জুনিয়র হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওঙ্কারনাথ পাল জানান, স্থানীয়দের থেকে জানতে পারি কিছু দুষ্কৃতি স্কুলের গেট ভাঙার চেষ্টা করে। স্থানীয় জনগণ এসে ধরার চেষ্টা করলেও পালিয়ে যায়। সকালে এসে দেখি কিছু চুরি যায়নি। গ্রামবাসীদের সচেতনতার কারনেই বিপদ থেকে রক্ষা পেলাম। এই ঘটনায় অত্যন্ত আতঙ্কিত।
Berhampore incident স্থানীয় বাসিন্দা লীলাবতী মণ্ডল জানান, স্কুলে চুরির ঘটনায় উদ্বিগ্ন। বইয়ের বস্তা নিয়ে পালাচ্ছিল দুষ্কৃতিরা। দুজনকে দেখতে পাই। কিন্তু চিন্তে পারিনি। পাড়ার লোকজনের হৈ হট্টগোল শুনে পালিয়ে যায় তারা। শুক্রবারের রাতে এলাকারই আরেকটি প্রাইমারি স্কুলে চুরির ঘটনাও ঘটেছে। তারপর থেকেই আমরা রাত জাগছি।