Berhampore School শিক্ষক, কর্মীদের ঘেরাও! আইসিআই ICI স্কুলে তুমুল বিক্ষোভ SFI এর

Published By: Imagine Desk | Published On:

Berhampore School মঙ্গলবারের ঘটনার পর বুধবারও উত্তেজনা বহরমপুরের আইসিআই স্কুলে। এদিন সকালে আইসিআই স্কুলের সামনে বিক্ষোভ দেখাল এসএফআই। এসএফআই এর বিক্ষোভে উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। স্কুলের মেন গেটের সামনে দলীয় ঝাণ্ডা হাতে সুর চড়ান এসএফআই নেতা, কর্মীরা। গেট বন্ধ করে প্রতিবাদ হয়। অবিলম্বে  স্কুলে ভর্তি ফিজের টাকা ফেরতের দাবী ওঠে। এদিন স্কুলে ঢুকতে বাধার মুখে পরেন স্কুলের শিক্ষক থেকে কর্মীরা।  বচসায় জরায় দুপক্ষই। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ, অবস্থান। বিক্ষোভের মধ্যেই স্কুলে প্রবেশ করে ছাত্ররা। অভিভাবকদের মধ্যেও উৎকণ্ঠা তৈরি হয়। স্কুল কর্তৃপক্ষের সাথে গতকালের ঘটনা নিয়ে ফের বাকবিতণ্ডায় জড়ান এস এফ আই নেতা, কর্মীরা। অবিলম্বে প্রকাশ্যে স্কুলের কর্মীদের ক্ষমা চাওয়ার দাবীও ওঠে।

Berhampore School উল্লেখ্য, মঙ্গলবার স্কুলে ডেপুটেশন দিতে যাওয়াকে কেন্দ্র করে এসএফআই কর্মীদের সাথে স্কুলের কর্মী, শিক্ষকদের তুমুল বচসা হয়, উত্তেজনা ছড়ায়। এসএফআই এর তরফে অভিযোগ ওঠে তাঁদের কর্মীদের মারধর করা হয়েছে, স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এই অভিযোগে বহরমপুর থানায় লিখিত অভিযোগও জানানো হয়। ঘটনার পরেই এদিন স্কুলের সামনে প্রতিবাদে অবস্থান দেখানোর সিদ্ধান্ত নেয় এসএফআই।

Berhampore School  এসএফআই এর দাবী –

এসএফআই নেত্রী পল্লবী সরকার জানান, ” স্কুলে এলে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, প্রতিবাদে এদিনের কর্মসূচী। আক্রমণ করে দমন করা যাবে না। অভিভাবকদের বলব- সরকার নির্ধারিত ভর্তি ফি ২৪০ টাকা। অতিরিক্ত যে টাকা ভর্তির জন্য দেওয়া হয়েছে সেই অতিরিক্ত টাকা স্কুলের থেকে ফেরত নিন।”

Berhampore School স্কুল কর্তৃপক্ষের তরফেও থানাও অভিযোগ হয়েছে এই ঘটনায়। ইতিমধ্যেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছিলেন স্কুলের সিসিটিভি ফুটেজ রয়েছে, পুলিশকে দেখানো হয়েছে। স্কুলে বিনা অনুমতিতে ডেপুটেশনের জন্য আসে এস এফ আই কর্মীরা।  এরপর গেটের সাটার নামাতে গেলেই গণ্ডগোলের সূত্রপাত।

Berhampore School  স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন-

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এদিন জানান, বহরমপুরের সব স্কুলই প্রায় একই রকম ভর্তি ফিজ নিচ্ছে। অথচ বেছেবেছে দু একটা স্কুলে এই অস্তিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে যা উদ্দেশ্যপ্রনদিত ভাবেই করা হচ্ছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিস মণ্ডল বলেন, ” স্কুলে ভর্তি প্রক্রিয়া গত ৪ তারিখ শেষ হয়েছে। শুধুমাত্র যারা সেই সময় বহরমপুরের বাইরে ছিল, অনুপস্থিত থাকার দরুন সেইসব ছাত্রদের ভর্তি নেওয়া হচ্ছে এখন যদিও সেই সংখ্যাও হাতে গোনা। যারা দুস্থ ছেলেমেয়ে তাঁদের থেকে কম্পিউটারের টাকা নেওয়া হয়নি। সরস্বতী পুজোর চাঁদাও নেওয়া হয়নি কোন টাকাই নেওয়া হয়নি। শুধুমাত্র ২৪০ টাকা এবং ক্লাস নাইন, টেনের ক্ষেত্রে ৩৫০ টাকা নেওয়া হয়েছে। যারা আমাদের জানিয়েছে! কেউ বলতে পারবে না যে আমাদের জানিয়ে ছাড় পায় নি! কোন বাড়তি টাকা নেওয়া হয়নি।”

Berhampore School অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে দুদিন ধরে সরগরম আইসিআই স্কুল চত্বর। স্কুলের পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যেও উৎকণ্ঠা। উন্নয়ন তহবিলের নামে সরকার নির্ধারিত ভর্তি ফির পরিবর্তে কেন হাজার টাকার বেশী ফিজ নেওয়া হয়েছে! উঠছে সেই প্রশ্নও?