এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Berhampore নারীশক্তি থেকে পরিবেশের জয়গান, সরস্বতী পুজোয় সেরার শিরোপা পেল কোন স্কুল?

Published on: February 6, 2025
Berhampore

Berhampore শহর বহরমপুরের সরস্বতী পুজোয় এবার থিমের চমক ছিল। ছিল পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা, নারী শিক্ষায় জয়গানের অঙ্গীকার। একাধিক স্কুলের মাঝেই বেঁছে নেওয়া হল হাতে গোনা স্কুলকে। দেওয়া হল সেরার সম্মান। সরস্বতী পুজোয় এই রকম ভাবনাকে স্বীকৃতি জানাল বহরমপুর পৌরসভা। ১৪ টি স্কুলকে পুরষ্কৃত করল বহরমপুর পৌরসভা। বুধবার বহরমপুর পৌরসভায় স্কুলের পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল পুরষ্কার। এই বিচারে প্রথম হয়েছে মহারাজা শ্রীশচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে জে এন অ্যাকাডেমী এবং কৃষ্ণনাথ কলেজ স্কুল। যুগ্মভাবে তৃতীয় হয়েছে শ্রীগুরু পাঠশালা ও লিপিকা গার্লস হাইস্কুল।

Berhampore কী বললেন চেয়ারম্যান?

Berhampore বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী বলেন, ‘ শহরের ১৪ টি স্কুলকে সরস্বতী পুজো যারা করেছিল আমাদের দুজন উদ্যোগী কাউন্সিলার সেখানে গিয়েছিল এবং সমস্ত দিক থেকে রেজাল্ট শিট তৈরি করেছিল। প্রতিটি পুজো অসাধারন ছিল। ছাত্র ছাত্রীরা যেভাবে পুজো করেছিল সেক্ষেত্রে স্কুলের পুজোগুলিকে নির্বাচন করাই অত্যন্ত কঠিন হয়েছিল। প্রথম একজন, দুজনকে দ্বিতীয় এবং দুজনকে তৃতীয় করা হয়। বাকি স্কুল গুলিকেও সম্বর্ধনা জানানো হয়। বহরমপুর পৌরসভার সাথে শিক্ষা প্রতিষ্ঠানের যে সুদৃঢ় সম্পর্ক সেই  সম্পর্ক যাতে আরও দৃঢ় হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ।’

Berhampore বদলাচ্ছে জলবায়ু। বাড়ছে উষ্ণায়ন। কিন্তু আমাদের হুঁশ ফিরছে তো ? প্রকৃতি ধবংস করে কোন পথে এগচ্ছি আমরা ? এবারের সরবতী পুজোয় এই প্রশ্নই তুলে দিয়েছে বহরমপুর জেএন একাডেমির পড়ুয়ারা। ছাত্রদের উদ্যোগে ভরসা জুগিয়েছেন শিক্ষকরাও। প্রথম স্থানের অধিকারী হয়ে উচ্ছ্বসিত স্কুল পড়ুয়ারা।

Berhampore এই পুরষ্কারে উচ্ছ্বসিত পড়ুয়ারা

জেএন একাডেমির এক ছাত্র সৌহার্দ দেবনাথ বলে, যুগ্ম ভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছি আমরা। মুখ্য থিম ছিল পরিবেশ আন্দোলন। স্কুল প্রাঙ্গণে প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। ধ্বংসপ্রাপ্ত গাছের ডালে প্রতীক হিসেবে থাকে ফড়িং। অর্থাৎ আশা যতটুকু রয়েছে সেটাকেই প্রতীক হিসেবে তুলে ধরা হয়।’ স্কুলের সহকারী প্রধান শিক্ষক কল্যাণ কুমার ঘোষ বলেন, ‘ সমস্যার অন্যতম কারণ পরিবেশ থেকে গাছ হারিয়ে যাওয়া। নানা কারণে তাৎক্ষনিক লোভের কথা মাথায় রেখে বৃক্ষছেদন আজ সর্বব্যাপী। হারিয়ে গেছে অনেক কিছু, হারিয়ে গেছে পাখিদের বাসস্থান। সচেতন করতেই দীর্ঘকাল ধরে চলা পরিবেশ আন্দোলনকে তুলে আনা হয়েছে এবছরের সরস্বতী পুজোর থিমে।’

Berhampore অন্যদিকে বহরমপুরের সৈদাবাদ মহারাজা শ্রীশচন্দ্র বালিকা বিদ্যালয়ে তুলে ধরা হয়েছিল সমাজ রক্ষায় নারীর উন্নয়ন এবং পরিবেশ রক্ষায় সবুজায়নের গুরুত্ব। সজ্জা থেকে আলপনায় উঠে এসেছে নারী শিক্ষা ও ক্ষমতায়নের ছাপ। বিশেষ ভাবে জোর দেওয়া হয়েছে নারীশক্তি, নারী শিক্ষায়। প্রধান শিক্ষিকা ডঃ স্মিতা চৌধুরী জানান, ‘ মেয়েরা পড়াশোনা শিখুক। সমাজে মহিলাদের আলাদা পরিচয় তৈরি হোক। মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা হোক। মেয়েরা যে সমাজে বিশেষ জায়গা দখল করে সমাজটাকে এগিয়ে নিয়ে যাবে সেক্ষেত্রে বিশেষ ভাবে জোর দেওয়া হয় সারাবছর নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে।’

Berhampore  ছাত্র, ছাত্রীরাও প্রকৃতির মাঝে ফিরে খুঁজেছে উত্তরও। সবুজ প্রজন্ম ভাবুক সবুজ পৃথিবী নিয়ে। চাইছেন শিক্ষক, শিক্ষিকারাও।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now