Berhampore School স্কুলে ভর্তি ফি বেশী কেন? অভিযোগে বিক্ষোভ এসএফআই এর

Published By: Imagine Desk | Published On:

Berhampore School নতুন বছরের শুরুতেই বিক্ষোভ সরকারি এক স্কুলে।  স্কুল গেটের বাইরে জমায়েত হয়ে বিক্ষোভ ছাত্র সংগঠন এসএফআই SFI এর। বৃহস্পতিবার স্কুল খোলার পরেই স্কুলে ভর্তি ফি বেশী নেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখানো হয় বহরমপুরের গোরাবাজার শিল্প মন্দির উচ্চ বালিকা বিদ্যালয়ে।   এসএফআই এর প্রতিনিধিরা এদিন সকালে স্কুলের গেটে বিক্ষোভ দেখান। কথা বলেন স্কুল কতৃপক্ষের সাথে। এসএফআই নেত্রী পল্লবী সরকার বলেন, ”  অভিভাবকদের থেকে অভিযোগ পেয়েই স্কুলে আসি। সরকার নির্ধারিত ফিজ ২৪০ টাকা। সেক্ষেত্রে দুস্থ পরিবারগুলি কীভাবে এত বেশী টাকা ফিজ দেবে? যা নিয়ে এই সরব ছাত্র সংগঠন”

Berhampore School একই সাথে অভিভাবকদেরও অভিযোগ- ভর্তি ফিজ ২৪০ টাকার জায়গায় নেওয়া হচ্ছে হাজার টাকা। অভিভাবকরা জানান, ” ক্লাস ফাইভ থেকে সিক্স এ উঠতেই হাজার টাকা ফিজ! যা দেওয়া সম্ভব না।”

  Berhampore School  কী বললেন প্রধান শিক্ষিকা?

Berhampore School স্কুলে ভর্তি ফি নিয়ে যদিও গোরাবাজার শিল্প মন্দির উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডাঃ মৃন্ময়ী ঘোষের দাবি, “গতবারেও এই ফিজ নেওয়া হয়েছিল। ডেভলপমেন্ট ফান্ডের জন্য কিছু বেশী নেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, ” কারণ, স্কুলে ক্লার্ক নেই, সুইপার আলাদা রাখতে হয়েছে, ডে গার্ড রাখতে হয়েছে, প্রচুর ইলেকট্রিক বিল। সেই খরচ মেটাতেই একটু বেশী নেওয়া হচ্ছে। যারা দিতে পারবে তাদের কাছ থেকেই নেওয়া হচ্ছে।”

Berhampore School বিক্ষোভের জেরে সাম্যিক বিশৃঙ্খলার সৃষ্টি হয় স্কুল চত্বরে। যদিও পরবর্তীতে স্কুলের প্রধান শিক্ষিকার সমাধানের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেয় এস এফ আই। পরিস্থিতি স্বাভাবিক ছন্দে ফেরে।