নাচের ছন্দে রথ গড়াল বহরমপুরেঃ বহরমপুরে ইস্কনের রথ Berhampore Rath Yatra ISKCON

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ নাচের ছন্দে রথের রশিতে টান পড়ল বহরমপুর । কোভিড কাটিয়ে দুই বছর পর শহর দেখল রথের চেনা ছবি। ২০১১ সাল থেকে বহরমপুরে মায়াপুর ইস্কনের ভক্তদের উদ্যোগে শুরু হয় রথযাত্রা । বহরমপুর টেক্সটাইল মোড় থেকে এই রথযাত্রা শুরু হয় । এবারেও প্রাচীন প্রথা মেনেই গড়াল রথের চাকা । জগন্নাথ, বলরাম, সুভদ্রা সুসজ্জিত রথে বিরাজমান। ভক্তদের ঢল দেখে উচ্ছসিত আয়োজকরা। তিনটি রথ নিয়েই শোভাযাত্রা শুরু হয় শুক্রবার বিকেলে। শহরের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে রথ। পরিক্রমা শেষ হয় বহরমপুর দশমুন্ড কালীবাড়ি মাঠে। উল্টো রথ পর্যন্ত সেখানেই থাকে রথ।