Berhampore Rain ষষ্ঠীর সন্ধ্যায় পুজোর আনন্দে জল ঢালল বৃষ্টি । ষষ্ঠীর Mahasasthi সন্ধ্যায় মুষলধারে বৃষ্টিতে ভিজল শহর বহরমপুর । এদিন বিকেল গড়িয়ে সন্ধে হতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয় শহর জুড়ে। পুজোর সময় আবহাওয়ার মতি বদল নিয়ে রীতিমতো উদ্বেগে দর্শনার্থীরা। মাথায় হাত পুজো উদ্যক্তাদেরও। মণ্ডপে এসেই বৃষ্টিতে আটকে পড়লেন অনেকেই। ভারি বৃষ্টিতে জল ঢুকে যায় একাধিক দুর্গাপুজোর Durga Puja মণ্ডপে। ছাতা মাথায় অনেকেই ঠাকুর দেখতে এলেও বৃষ্টি পুজোর শুরুতেই অসুরের ভূমিকায়।
Berhampore Rain – WB Rain প্রিয়জনের সঙ্গে বৃষ্টিতে ভিজবেন ? কিন্তু সাবধান
Berhampore Rain পুজো দেখতে আসা বছর ষাটের সুলগ্না বসুর কথায়, “বৃষ্টি হবে ভয় ছিল। প্রস্তুতি ছিল না। বৃষ্টিতে ভিজে তো ঠাকুর দেখা যায় না। তাই ফিরতে হচ্ছে”। তবে দমতে নারাজ অনেকেই। তাই রাস্তায় ছুটছে টোটো, গাড়ি। ছাতা নিয়েই চলছে প্যান্ডেল হপিং।