Berhampore Racket বহরমপুর শহরের খাসতালুকে গেস্ট হাউসে একি চলছিল ! তল্লাশি চালাতে কার্যত অবাক পুলিশও। বৃহস্পতিবার বহরমপুরে কেএন রোড এলাকায় একটি গেস্ট হাউসে হানা দেয় পুলিশ। দেখা যায়, সেখানে চালানো হচ্ছিল মধুচক্র। ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৩ মহিলাকে। বহরমপুর থানায় Berhampore PS দায়ের হয়েছে এফআইআর।
আরও পড়ুনঃ বহরমপুরে ভাড়া বাড়িতে মধুচক্র !
Berhampore Racket কী চলছিল বহরমপুরের গেস্ট হাউসে ?
Berhampore Racket বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে কেএন রোডের ওই গেস্ট হাউসে হানা দেয় পুলিশ। সেখানেই আটক করা হয় ৫ জনকে। মধুচক্র চালানোর জন্যই ওই গেস্ট হাউস ব্যবহার করা হচ্ছিল। বিক্রম দাস, বিভাস দে এবং স্নিগ্ধময় দে নামের ৩ ব্যক্তি এই চক্রের পান্ডা বলে জানা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে আরও ২ ব্যক্তিকে। উদ্ধার করা হয়েছে ৩ মহিলাকে। এদের মধ্যে ১ জন লালবাগ ও ২ জন বেলডাঙার বাসিন্দা। ধৃতদের শুক্রবার আদালতে পেশ করা হবে।














