Berhampore গোরাবাজারে জল নিয়ে বিক্ষোভ। কী দাবি পৌরসভার ?

Published By: Madhyabanga News | Published On:

Berhampore পানীয় জল না মেলায় ট্যাপ ভেঙে বিক্ষোভ দেখালেন বহরমপুর পৌরসভার Berhampore Municipality  ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ। এই  এলাকার বাসিন্দাদের একাংশের  অভিযোগ,  এই ওয়ার্ডে তৃণমূল লিড না পাওয়াতেই জল বন্ধ করে দেওয়া হয়েছে পানীয় জল ।  তীব্র দাবদাহের মধ্যেই জল না থাকায় টাকা দিয়ে জল কিনে খেতে হচ্ছে। জলের দাবিতে রবিবার দুপুরে জমদারি পাড়া এলাকায় জলের কল ভেঙে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা রেজাউল আলম জানান, গরমে জল সরবরাহ বন্ধ হওয়ায় বেড়েছে কষ্ট।

 

যদিও বহরমপুর  পৌরসভার পক্ষ থেকে  আগেই  জানানো হয়েছিল জল শোধনের কাজে যান্ত্রিক সমস্যা চলছে। তাই জল সরবরাহ সাত দিন অনিয়মিত থাকবে।  তবে এদিন কল ভেঙে বিক্ষোভ দেখানোর ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী Narugopal Mukherjee । এদিন তিনি বলেছেন, “ বর্ষার কারনে এই সমস্যা হচ্ছে। কেউ কেউ অতিবিপ্লবী হয়ে সরকারি সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে। জলের নামে রাজনীতি হচ্ছে। নোটিশ করা হয়েছে। কংগ্রেসের কর্মীরা এই কাজ করছে। সরকারি সম্পত্তি ভাঙার অভিযোগে এফআইআর করা হবে”।