Berhampore Politics শীতের শুনশান রাস্তায় তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। যে অভিযোগ ঘিরে ফের তোলপাড় বহরমপুর। বছর শেষে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠল আবারও।
Berhampore Politics কী ঘটেছিল শনিবার মাঝরাতে?
তৃণমূলের দাবী- বহরমপুর শহর যুব তৃণমূলের সভাপতি পাপাই ঘোষের গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়। কারা গুলি করে? পাপাই ঘোষের অভিযোগ- “বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ বিকট আওয়াজ হয়। বুঝতে পারি গুলি চলেছে। দু রাউন্ড গুলি করা হয়। শান্তিপ্রিয় এলাকায় এরকম ঘটনা কেন ঘটল! বুঝে উঠতে পারছিনা। আমরা রাজনীতি করি। সামনে বিধানসভা ভোট। রাজনৈতিক কারনেই হয়তো ভয় দেখাতেই গুলি চালানো হল”।
Berhampore Politics এই ঘটনায় তৃণমূলের নিশানায় কংগ্রেস-
Berhampore Politics বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোলাপ মুখার্জীর নিশানায় প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। চেয়ারম্যান বলেন, ” বহরমপুরে হেরে গিয়েও অধীর চৌধুরী খুনের রাজনীতি বজায় রেখেছেন। তাদের কিছু লোক বিজেপির সঙ্গে মিশেছে। ষড়যন্ত্র করছে। কংগ্রেসের মার্ডার সিন্ডিকেট ফের সক্রিয় হয়েছে। এবার টার্গেটে তৃণমূলের নেতারা। তৃণমূলের শক্তিশালি সংগঠকদের প্রাণে মেরে ফেলার চেষ্টা হচ্ছে।”
Berhampore Politics যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করছে কংগ্রেস-
মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, ” নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল তৃণমূলের। সেই কোন্দল চাপা দিতেই অন্যের ঘারে দোষ চাপানো হচ্ছে। এটা পুরনো অভ্যাস। জনগণ ওখানে কংগ্রেসের পক্ষে রায় দিয়েছে আর রায় দিয়েছে বলেই পাপাই ঘোষকে হেরে গিয়ে মনীন্দ্রনগর চলে যেতে হচ্ছে”।
Berhampore Politics সুর চড়িয়েছে বিজেপিও-
বিজেপির বহরমপুর জেলা সভাপতি শাখারভ সরকারের দাবী, গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা। শাখারভ সরকার বলেন, ” পাপাই ঘোষের উপর আক্রমণকে আমি রাজনৈতিক ঘটনা বলে দেখছি না। এর সঙ্গে অন্য কোন বার্তা থাকতে পারে, যদিও সেই বার্তাটা রাজনীতির একটা অংশ।” বিজেপি নেতার কটাক্ষ, ” সাপুড়িয়ার মৃত্যু হয় সাপুড়িয়ার হাতেই। পঞ্চায়েত নির্বাচনের সময় যেভাবে বিরোধীদের রাতের বেলায় বোম, সকেট মেরে , অপহরণ করার চেষ্টা করেছে। এবার তো হবেই। তৃণমূলের গোষ্ঠী কোন্দল ভারত কোন্দলে গিয়ে রূপান্তরিত হবে”।
আরও পড়ুন- Berhampore TMC বহরমপুরে রাতে তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে একি
অভিযোগ , পাল্টা অভিযোগে সরগরম শহর বহরমপুরের রাজনৈতিক বাতাবরণ।